শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeঅর্থনীতিআন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন

বাংলাদেশ প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বৃহস্পতিবার ছিল সর্বনিম্ন এ দাম।

সেদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ৮৩.৮১ ডলারে। যদিও শুক্রবার তা কিছুটা বেড়ে হয় ৯৪.৯২ ডলার।

পরিসংখ্যান অনুসারে, আগের শুক্রবারের তুলনায় এই শুক্রবার দাম কমে ১১ শতাংশ। অপরদিকে মার্কিন ওয়েস্ট ট্যাক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম কমেছে ৮ শতাংশ। খবর রয়টার্স ও ইকোনোমিক টাইমসের।

বাজারসংশ্লিষ্টদের একাংশের দাবি, মূলত আমেরিকা-ইউরোপে মন্দার আশঙ্কায় চাহিদা কমতে পারে বলে ধারণা। তাই দাম কমছে। অনেকের মতে, আমেরিকায় জ্বালানির মজুত ভান্ডার প্রত্যাশার তুলনায় বেশি হওয়া অন্যতম একটি কারণ। তবে বাংলাদেশের মতো তেলের আমদানিনির্ভর দেশের কাছে এটা সুখবর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments