বাংলাদেশ প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ২০২৩-২৪ অর্থবছরের মুনাফার থেকে বেশি পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে মুনাফার অতিরিক্ত লভ্যাংশ কোম্পানিগুলো রিজার্ভ ফান্ড সংস্থান করবে।
কোম্পানিগুলো হলো- মতিন স্পিনিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ওয়াটা কেমিক্যালস।
মতিন স্পিনিং
কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ২.০৪ টাকা হিসেবে ১৯ কোটি ৮৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ বা শেয়ারপ্রতি ৫ টাকা হিসাবে মোট ৪৮ কোটি ৭৫ লাখ টাকার ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ২৮ কোটি ৮৬ লাখ টাকার ডিভিডেন্ড রিজার্ভ থেকে দেওয়া হবে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৮৬ টাকা হিসেবে ৬ কোটি ৮৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ টাকা হিসাবে মোট ৭ কোটি ৯৬ লাখ টাকার ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ১ কোটি ১১ লাখ টাকার ডিভিডেন্ড রিজার্ভ থেকে দেওয়া হবে।
ওয়াটা কেমিক্যালস
কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৬৭ টাকা হিসেবে ৯৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানিটি ১২ শতাংশ বা শেয়ারপ্রতি ১.২০ টাকা হিসাবে মোট ১ কোটি ৭৮ লাখ টাকার ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৭৯ লাখ টাকার ডিভিডেন্ড রিজার্ভ থেকে দেওয়া হবে।