রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeঅর্থনীতিদুয়ার সার্ভিসেসের সাবস্ক্রিপশন স্থগিত: বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ

দুয়ার সার্ভিসেসের সাবস্ক্রিপশন স্থগিত: বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ

বাংলাদেশ প্রতিবেদক: দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন তাৎক্ষনিকভাবে স্থগিত করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় এসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিএসইসিকে এই ধন্যবাদ জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্তটি অত্যান্ত সময়োপযোগী। এই সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীর আস্থা ফিরে আসবে। জুলাই ২৪-এ সংঘটিত ছাত্র-জনতার বিপ্লব ও গণঅভুত্থানের মূল চেতনা ও দর্শন ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গঠন। যে ব্যবস্থার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়ে সকল শ্রেনী পেশার মানুষ তাদের প্রাপ্য ও অধিকার ফিরে পাবে।

আমরা লক্ষ করেছি, অতীতে বহু মন্দ কোম্পানির সাবস্ক্রিপশন ও তালিকাভুক্তির মাধ্যমে বাজারকে ধ্বংস করা হয়েছে। বাজারে মন্দ কোম্পানি এনে দর কারসাজির মাধ্যমে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে বিনিয়োগকারীদের সর্বশান্ত করা হয়েছে। এমতাবস্থায়, পুঁজিবাজার ও বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষায় দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করার এইরুপ সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করি এবং এইরুপ সিদ্ধান্তের জন্য কমিশনকে সাধুবাদ জানাই। আমরা আশা করি, বর্তমান কমিশন তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মনোভাব ও কর্মকান্ডের দ্বারা পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং এই বাজারকে সকলের আস্থার জায়গায় নিয়ে যাবে।

পুঁজিবাজারের যে কোন ইতিবাচক কর্মকান্ডে আমরা কমিশনের সাথে একযোগ হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে কমিশনকে সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments