বাংলাদেশ প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) চলতি অর্থ বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে চলতি অর্থ বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত নিউজ প্রকাশ করেছে। গত ৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।
উল্লেখ্য গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এর মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে ঘোষিত নগদ লভ্যাংশ পাঠিয়েছে।
এর আগে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।