বাংলাদেশ প্রতিবেদক: কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের মুখে নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর বিকেল সাড়ে ৩টার পর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবন ছেড়েছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
এর আগে বুধবার (৫ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে বেলা ১২টার পর বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদসহ কমিশনারদের অবরুদ্ধ করে সংস্থাটির কর্মকর্তার একাংশ।
এরপর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসি ভবনে আসে পুলিশ ও সেনাবাহিনী। পরে সাড়ে ৩টার পর বিএসইসি চেয়ারম্যানকে নিরাপদে ভবন থেকে গাড়িতে বের হয়ে যেতে সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনী।
কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার (৪ মার্চ) এক আদেশ জারি করে সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠান সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।