শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসম্পাদকীয়প্রয়াত সাংবাদিক আবু বকর চৌধুরীকে নিয়ে জালাল উদ্দিন বিশ্বাসের স্মতিচারণ

প্রয়াত সাংবাদিক আবু বকর চৌধুরীকে নিয়ে জালাল উদ্দিন বিশ্বাসের স্মতিচারণ

কাগজ প্রতিবেদক: সাংবাদিক আবু বকর চৌধুরী মরেননি, বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। যশস্বী সাংবাদিক ও সম্পাদক আবু বকর চৌধুরি না ফেরার দেশে চলে গেলেন। গতকালই এই দুঃসংবাদটি ফেসবুকে পেয়েছিলাম৷ সাথে সাথে বুকটি কেঁপে উঠেছিল, মনটি কেঁদে উঠেছিল৷
মুহম্মদ জালালউদ্দীন বিশ্বাসের আন্তর্জাতিক পরিচিতির পিছনে বাংলাদেশের যে ক’জনের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে —তার প্রথম সারিতে তিনি থাকবেন৷
তাঁর সঙ্গে আমার পরিচয় ১৯৯৮ সালের গোড়ার দিকে৷ তাঁর সহযোগিতা ছাড়া আমার স্মরণীয় গ্রন্থ “প্রিয়নবী হজরত মুহম্মদ সা.” গ্রন্থটি অনুবাদ ও প্রকাশ সম্ভব হত না৷ আমার এই গ্রন্থটি “আজকের কাগজ”-এর “ইসলামী দিগন্ত” ক্রোড়পত্রে প্রায় দেড় বছর ধরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৯৯৯ সালে সেটি গ্রন্থাকারে প্রকাশিত হয়৷ সেই প্রেরণায় আমি ১৯৯৯-তেই “ইবনে বতুতার সফরনামা”-র বঙ্গানুবাদ করি৷ শুধু তাই নয়, রমজান বিষয়ক একটি কলাম, যা দৈনিক পত্রিকার প্রথম কলামে প্রকাশিত হত, তা আমি লিখতাম এবং এই কলামটি তিনি আমার জন্য নির্দিষ্ট রাখতেন৷ ২০১৮-তেও সে কলাম তিনি অব্যাহত রেখেছিলেন৷
আজকের কাগজ পত্রিকায় তিনি নির্বাহী সম্পাদক ছিলেন৷ সংবাদপত্রের বিশাল একটি টিম তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করতেন৷ রমজান মাস আসার আগেই আমাকে রমজান বিষয়ক কলামের কথা স্মরণ করিয়ে দিতেন আর আমি অত্যম্ত দায়িত্বের সঙ্গে ই-মেলে পাঠিয়ে দিতাম৷
রাজনৈতিক টানাপোড়েন মধ্যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ২০০৭-৮ সালের দিকে আজকের বন্ধ হয়ে যায়৷
প্রকৃত যোগ্য ব্যক্তিরা বেকার থাকেন না৷ পরে তিনি “আমাদের সময়” নামক পত্রিকায় যোগদান করেন৷
তার পরে আসেন “মানবজমিন” পত্রিকায়৷ তিনি সেখানে সম্পাদক পদে বরিত হন৷ কিন্তু একদিনের জন্যও তিনি আমাকে ভোলেননি৷ ঈদ সংখ্যা তো বটেই, রমজানের নিয়মিত কলাম তো আমার জন্যই নির্দিষ্ট রেখেছিলেন৷ আমি ঢাকায় গেলে যাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতাম৷ তিনি আমাকে পত্রিকা অফিসে ডেকে নিয়ে অত্যন্ত মর্যাদার সঙ্গে আমার লেখক সম্মানীটা আমার হাতে তুলে দিতেন৷ ঐই টাকাটা আমার অনেক কাজে আসত৷
তিনি ছিলেন আমার পরম সম্মানিত ভাই ও বন্ধু৷ আমাদের পরস্পরের মধ্যে ছিল পরম বন্ধুত্ব ও ভালবাসার সম্পর্ক৷ তিনি ছিলেন আমার ভক্ত, আমি ছিলেন আমার ভক্ত৷ ফেসবুকেও আমরা পরস্পরে অবিচ্ছেদ্য বন্ধু হয়ে বিরাজ করে এসেছি৷
তাঁর মৃত্যুসংবাদে আমি বড়ই শোকাভিভূত হয়ে পড়ি৷ তিনি বয়সে আমার চেয়ে কমই হবেন৷ তাই তাঁর মৃত্যুকে অকালমৃত্যু বললে ভুল হবে না৷ এ অকালমৃত্যু অপূরণীয় ক্ষতির সামিল৷
আমি আশ্রয় ও মাগফিরাত প্রার্থনা ও আত্মার শান্তি কামনা করি পরম করুণাময় প্রভুর কাছে—যিনি পবিত্র কুরআনের প্রভু, আমার নবীর প্রভু, ইহ-পরকালের প্রভু, যিনি ভূ-লোক দ্যুলোক সকলের প্রভু, রোজ-কিয়ামতের প্রভু, বাম্দার জা’জা’ দানের প্রভু— তাঁর কাঠে৷
( লেখকঃ ভারতের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও ইসলামী চিন্তাবিদ জালাল উদ্দিন বিশ্বাস)

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments