শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসম্পাদকীয়চান্দিনার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি

চান্দিনার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি

মো.ওসমান গনি: কুমিল্লা-৭(চান্দিনা)আসনের মাটি ও গণমানুষের নেতা সাবেক ডেপুটি স্পিকার চলমান একাদশ সংসদের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আলী আশ্রাফ।যিনি শুধু কুমিল্লা নয় সারা বাংলাদেশে ক্লিন ম্যান হিসাবে পরিচিত।তিনি তার রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শে অণুপ্রানিত হয়ে আওয়ামীলীগের সক্রিয় রাজনীতির মধ্য দিয়ে তার রাজনীতি জীবন শুরু করেন।তিনি অতি ভদ্র,নম্র,ধার্মীক ও কোমল মনের একজন মানুষ।তিনি যেকোন পেশাশ্রেণীর মানুষকে খুব বেশী ভালবাসেন।অতি সহজে তার আচার-ব্যবহার দিয়ে যেকোন শ্রেণীপেশার মানুষ আপন করে নিতে পারেন।এবং এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ অতি সহজে তাদের যেকোন সমস্যার কথা তার কাছে খোলামেলা আলাপ-আলোচনা করতে পারেন।যার কারনে তার নির্বাচনী এলাকায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।তার অধিক জনপ্রিয়তার কারনে ১৯৭৩সালের সংসদ নির্বাচনে আওয়ামীলীগের তৎকালীন প্রার্থী হাজী রমিজ উদ্দীন কে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাছ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করেন।তখন তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক কাজ করে সাধারন মানুষের মন জয় করে নেন।সেই থেকে এলাকায় আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়তে থাকে।১৯৭৫সালের ১৫আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসলেও তিনি তার নীতি আদর্শকে ধরে রেখে আওয়ামীলীগের জন্য কাজ করে সামনের দিকে এগিয়ে যান।যা আজও চলমান আছে।বিভিন্ন ঝড়-ঝপটা আসলেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ থেকে পিছ পা হননি।তার একনীতির রাজনীতির কারনে চান্দিনার মানুষ তাকে সবচেয়ে বেশী ভালোবাসে মনেপ্রাণে।চান্দিনার সকল শ্রেণীপেশার মানুষরা তাকে একনীতির মানুষ হিসাবে বেশী ভালোবাসে।এলাকার বয়োজৈষ্ঠ্য লোকজন বলেন আলী আশ্রাফ একদলে ছিলেন এখনও তিনি একদলেই আছেন।চান্দিনার অন্য যেসব রাজনৈতিক নেতা রয়েছেন তাদের কোন দলীয় আদর্শ বা নীতি নাই।যার কারনে তাদের কে লোকজন দলছুট পল্টিবাজ নেতা হিসাবে জানেন ও চিনেন।যখন যে দল ক্ষমতায় আসে সেই নেতারা সেই ক্ষমতাসীন দলের নেতা হয়ে যান।শুধু তাদের ব্যক্তি স্বার্থের জন্য।তারা এলাকার লোকজনের স্বার্থের কথা কখন ও চিন্তা করেন না।যার কারনে এলাকার লোকজন ও নির্বাচনের সময় সেই দলছুট নেতার কথা চিন্তা না করে তাদের নিজেদের স্বার্থের কথা চিন্তা করে ও এলাকার স্বার্থের কথা চিন্তা করে আলহাজ্ব অধ্যাপক আলী আশ্রাফ কে প্রতিটি নির্বাচনের সময় দলমত নির্বিশেষে সবাই ভোট দিয়ে এমপি বানান।তাদের কাছে দল-বিদল বলে কিছু নাই।তাদের চাওয়া-পাওয়া হলো ভালোমনের মানুষ ও এলাকার স্বার্থ।যাকে ভোট দিয়ে নেতা বানালে এলাকার মানুষের ও এলাকার উন্নয়ন হবে।তাছাড়া অধ্যাপক আলী আশ্রাফ তার নির্বাচনী এলাকায় একজন ফরেজগার ও নামাজি ব্যক্তি হিসাবে পরিচিত।তিনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং দলের সকল মুসলমানদের কে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহী করে তোলেন।সকল মানুষকে তাদের ধর্মীয় কাজ কর্ম সঠিক ভাবে আদায় করার জন্য তাগাদা দিয়ে থাকেন। তাছাড়া তিনি এলাকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে ধর্মীয় কাজের ব্যাপারে

দিকনির্দেশনা দিয়ে থাকেন।মুসলমানদের মাহফিলে ওয়াজ-নসিহত করে সকলকে নামাজ-রোজা করার জন্য তাগাদা দিয়ে থাকেন।তার সবচেয়ে বড় যে গুনটি হলো তাহলো তিনি নিজে একজন উচ্চশিক্ষিত লোক তার পরিবারের সবাই উচ্চশিক্ষিত। তিনি একজন শিক্ষানুরাগী হিসাবেও এলাকায় সবচেয়ে বেশী পরিচিত।তিনি তার এলাকাকে নিরক্ষর মুক্ত করার জন্য সবচেয়ে বেশী পরিশ্রম করে থাকেন।এলাকায় যথেষ্ঠ পরিমান শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেছেন।প্রাথমিক স্কুল,উচ্চবিদ্যালয়,কলেজ,মাদ্রাসা সহ আরও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান নিজ উদ্যোগে নির্মান করছেন।তিনি যখনই ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় আসেন তখন এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে দেখেন ও খোঁজ-খবর নেন।কোন প্রতিষ্ঠানে কি রকম লেখাপড়া হয়?কোন প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অথবা শিক্ষকদের কোন অসুবিধা আছে কিনা?অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে তিনি নিজে ছাত্র-ছাত্রীদের পাঠদান করানোর ও যথেষ্ঠ প্রমান রয়েছে।তাছাড়া তিনি ছাত্র-ছাত্রীর পড়াশোনাকে আরও আগ্রহী করে তোলার ব্যাপারে এলাকার প্রতিটি বিদ্যালয়ে মা-সমাবেশ করে থাকেন।মা-সমাবেশে তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে এনে শিক্ষার ব্যাপারে ব্যাপক আলোচনা করে থাকেন।তিনি চান্দিনাকে শতভাগ শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে প্রায় সময় তিনি শিক্ষামন্ত্রীদের এনে থাকেন।১৯৯৬সালের সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নির্বাচন করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত তৎকালীন ফ্রিডমপার্টির নেতা খুনী কর্ণেল (অব:)খন্দকার আ: রশিদ ও বিএনপির পার্থী এডভোকেট রেদোয়ান আহমেদ কে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।সেই নির্বাচনে কর্ণেল রশিদ পরাজিত হয়ে গোপনে দেশ ত্যাগ করেন।সে সময় তিনি চান্দিনার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ব্যাপক কাজ করেন।এলাকার রাস্তা-ঘাট হতে শুরু করে এমন কোন স্থান নেই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি।১৯৯৬সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর শেষের দিকে এসে মাননীয় প্রধানমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক আলী আশ্রাফকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করেন।যার কারনে তার নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা আরো অনেক বেশী বেড়ে যায়।তখন তিনি তার জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য চান্দিনাতে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেন।এবং চান্দিনার মানুষকে তিনি আপন করে নেন।যখনই তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকা চান্দিনা আসেন তখনই তিনি সারা চান্দিনা ঘুরে ঘুরে সকল শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করে থাকেন।এছাড়া ও তিনি চান্দিনার বেকারত্ব দূরীকরণে ব্যাপক কাজ করেন।চান্দিনার শিক্ষিত বেকার লোকদের কে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন।২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নির্বাচন করেন।সে নির্বাচনে ও তিনি প্রচুর ভোট পান।কিন্তু ২০০১সালের বিএনপির ত্রাসের নির্বাচনে তাকে পরিকল্পিত ভাবে পরাজিত করানো হয়।সে সময় সারা বাংলাদেশে আওয়ামীলীগের নেতা-কর্মীদের ওপর চালানো হয় ব্যাপক নির্যাতন।তারই অংশ হিসাবে চান্দিনাতে ও আওয়ামীলীগের নেতা-কর্মীদের ওপর চলে নির্যাতনের ষ্ট্রীমরোলার।তখন চান্দিনার আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রাণবাঁচানোর জন্য আত্মগোপনে চলে যায়।বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের হয়রানি করা হয়।সে দু:সময়ে ও তিনি সার্বক্ষণিক নেতাকর্মীদের খোঁজ-খবর নিতেন।তখন অধ্যাপক আলী আশ্রাফের সাথে নির্যাতিত নেতাকর্মীদের সাহায্য করতে এগিয়ে আসেন চান্দিনার এক প্রভাবশালী আওয়ামীলীগের নেতা বীরমুক্তিযোদ্ধা জনাব শাহজাদা মিয়া খোকা।যাকে চান্দিনার লোকজন খোকা ভাই হিসাবে চিনে ও জানে।বিএনপির এত নির্যাতনের পরও অধ্যাপক আলী আশ্রাফকে

চান্দিনার লোকজন ভুলে নাই।তাছাড়া ফখরুদ্দীন ও মইনুদ্দীন সরকারের আমলে এদেশের প্রায় নেতাদের নামে বিভিন্ন রকম দুর্নীতি মামলা হয় এবং অনেক নেতা সে সময় জেল খাটেন।শুধু একমাত্র অধ্যাপক আলী আশ্রাফের নামে কোন দুর্নীতির মামলা হয়নি এবং তিনি জেলও খাটতে হয়নি।২০০৮সালের সংসদ নির্বাচনে অধ্যাপক আলী আশ্রাফ আওয়ামীলীগ থেকে নির্বাচন করে বিএনপির প্রার্থী জনাব খোরশেদ আলম ও এলডিপির প্রার্থী জনাব এডভোকেট রেদোয়ান আহমেদ কে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।এখানে প্রকাশ থাকে যে,২০০১সালের নির্বাচনে বিএনপির তৎকালীন প্রার্থী যিনি সে নির্বাচনে ত্রাস সৃষ্টি করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি ২০০১সালের সরকারের মেয়াদ শেষ হওয়ার পর বিএনপি ত্যাগ করে এলডিপি নামক দল গঠন করেছিলেন।সেই দলের প্রার্থী হিসাবে ২০০৮সালের নির্বাচন করে ১৩ হাজারের চেয়ে কিছু বেশী ভোট পেয়েছিলেন।২০০১সালের নির্বাচনে ত্রাস সৃষ্টি করার কারনে চান্দিনার লোকজন তার নিকট হতে মুখ ফিরিয়ে নেয়।এর পর হতে তিনি আর এমপি নির্বাচিত হতে পারেননি।২০১৪সালের সংসদ নির্বাচনে আলহাজ্ব অধ্যাপক আলী আশ্রাফ বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।২০১৮সালের সংসদ নির্বাচনেও তিনি তার দল আওয়ামী লীগ হতে মনোনয়ন নিয়ে বিএনপি প্রার্থী ড.রেদোয়ান আহমেদ কে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।২০১৮ সালের সংসদ নির্বাচনে চান্দিনার জনগনের পাশাপাশি সবচেয়ে বেশী ভূমিকা পালন করেন তার ছেলে দেশের বিশিষ্ট্য ব্যবসায়ী ও এফবিসিসিআই- এর ভাইস-প্রেসিডেন্ট জনাব মুনতাকিম আশ্রাফ টিটু। অধ্যাপক আলী আশ্রাফ এখন ও চান্দিনার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছন।আওয়ামীলীগ ও তার সহযোগি অঙ্গসংগঠন এর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ সবাইকে সাথে নিয়ে দলীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জোড়ালোভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।তাছাড়া অধ্যাপক আলী আশ্রাফ সারা বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিসিআই’র নির্বাচনে সব সময় তিনি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে থাকেন।

মো.ওসমান গনি

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments