বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসম্পাদকীয়নিষিদ্ধ পলিথিনের ছড়াছড়ি, হুমকির মুখে পরিবেশ

নিষিদ্ধ পলিথিনের ছড়াছড়ি, হুমকির মুখে পরিবেশ

মো.ওসমান গনি: সরকারি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশের একশ্রেনির অসাধু লোকজন পলিথিন অবাদে ব্যবহার করছে।যার কারনে পরিবেশ ও মানব জীবন হুমকির মুখে পড়েছে।দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন পলিথিনের ব্যাগসহ অন্যান্য সামগ্রী নিয়মিত ব্যবহার করছে।এ সমস্ত পলিথিন ব্যবহারের পর লোকজন যত্রতত্র ফেলে দিচ্ছে।মানুষ প্রতিনিয়ত চকোলেট, টফি অথবা চুইংগামের মোড়ক যেখানে সেখানে ফেলে দিচ্ছে। ফেলে দেয়ার পর সেই মোড়কটি কী হলো, কোথায় গেল, কিসের তৈরি সেই মোড়কটির এসব কথা খুব একটা আমরা ভেবে দেখি না। কেবল চকোলেট, টফি, চুইংগামের মোড়কই নয় প্লাস্টিক ও পলিথিনের তৈরি নানা জিনিসের এখন প্রায় সবখানেই রাস্তার ধারে, নর্দমার পানিতে, টেলিফোন তার আর বিদ্যুতের তারেও ঝুলে থাকে অগুনতি ফেলে দেয়া পলিথিন ব্যাগ। একটু হাওয়া দিলেই বা একটু ঝড় উঠলেই আমাদের চার পাশে পলিথিনের ওড়াউড়ির এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।আমরা আমাদের চার পাশে হাজারো রকমের প্লাস্টিক বা পলিথিনের তৈরি জিনিস দেখতে পাই। প্রতিদিন আমরা এসব পলিথিন ব্যবহার করছি। বৈদ্যুতিক সুইচ, টেলিফোন ও টেলিভিশন সেট, কম্পিউটার, টেপ, ডিস্কেট, দাঁতের ব্রাশ, পোশাক-আশাক গাড়ির যন্ত্রাংশ এবং এ রকমের আরো অনেক জিনিস পলিথিন বা গাড়ির যন্ত্রাংশ এবং এ রকমের আরো অনেক জিনিস পলিথিন বা প্লাস্টিকের তৈরি।ভাবতে অবাক লাগে, যখন বিজ্ঞানীরা হিসাব করে বলেন, পলিথিন বা প্লাস্টিকের তৈরি ব্যাগের মাটির সাথে মিশে যেতে অথবা আগের অবস্থায় ফিরে যেতে সাড়ে চার শ’ বছরেরও বেশি সময় লাগে। সূর্যের তাপ, আবহাওয়া, আর্দ্রতা, ব্যাকটেরিয়া, ছত্রাক এদের কোনোটিই পলিথিনকে নষ্ট করতে পারে না। আমরা যাকে বলি জৈবনষ্টি’তা এর ব্যাপারে ঘটে না। অথচ প্রকৃতি থেকে আমরা যা পাই গাছের পাতা, ফল, ফুল, বাকল এদের মাটিতে মিশে যেতে বেশি সময় লাগে না। এদের জৈবনষ্টি ঘটে খুব দ্রুত। এসব মাটিতে মিশে গিয়ে আবারো গাছের পুষ্টি হয়ে ফিরে আসে।প্লাস্টিক দিয়ে যেসব জিনিস তৈরি হয়, তার অনেক কিছুই স্বাভাবিক বস্তু যেমন কাঠ, কাগজ, কাচ, লোহা, তুলা, পশম এসব থেকেও তৈরি করা যায়। এ বস্তুগুলো আমরা উদ্ভিদ প্রাণী ও খনিজদ্রব্য থেকে পেয়ে থাকি বলেই এদের জৈবনষ্টি ঘটতে সময় লাগে কম। প্লাস্টিক কিন্তু কাঠের মতো সহজে পচে না, অথবা লোহা বা স্টিলের মতো তাতে সহজে মরচেও ধরে না। তা ছাড়া প্লাস্টিক অনেক টেকসই হয়। প্লাস্টিকের বোতাম বা কাপ মেঝেতে পড়ে গেলে চট করে ভেঙে যায় না। প্লাস্টিকের সবচেয়ে বড় সুবিধে হলো এর ভেতর দিয়ে বিদ্যুৎ চলতে পারে না এবং একে যে কোনো আকার দেয়া চলে। এ কারণে সাধারণ বাজার ব্যাগ থেকে শুরু করে টেলিফোন, কম্পিউটার, ক্যামেরার মতো জটিলসব সরঞ্জাম তৈরি করার কাজে প্লাস্টিক খুব সহজে ও কম খরচে ব্যবহার করা যায়। প্লাস্টিক দিয়ে যেমন নানা ধরনের শক্ত বা কঠিন জিনিস বানানো যায় তেমনি নমনীয় ওস্বচ্ছ জিনিসও বানানো যায়। আরো মজার কথা হচ্ছে, প্লাস্টিক দিয়ে যেকোনো রঙের জিনিস তৈরি করা যায়। প্লাস্টিক নানা ধরনের হয়ে থাকে এবং তা ব্যবহৃত হয়ে থাকে নানাভাবে। আসলে পলিথিন বলে যাকে জানি তা প্লাস্টিকেরই একটি ধরন। এটি শক্ত ও নমনীয় এবং এটি সহজেই গ্যাসীয় বা তরল বস্তুকে বাধা দিতে পারে।পলিথিন ব্যবহৃত হয় ব্যাগ, পাইপ, বালতি, বোতল, চেয়ার-টেবিল-এসব জিনিস তৈরির কাজে। পলিথিনের মতো আরো একটি কৃত্রিম বস্তু হচ্ছে পলিপ্রপিলিন। পলিথিন ও পলিপ্রপিলিন একসাথে মিশিয়ে বেশ শক্ত ও মজবুত সব জিনিস বানানো হয়। এ ধরনের জিনিসগুলোর মধ্যে রয়েছে চেয়ার, গাড়ির খুচরা অংশ, নানা ধরনের মোড়ক ইত্যাদি। পলিপ্রপিলিনের মতোই প্লাস্টিকের আরো একটি রকমভেদ হচ্ছে পলিকার্বোনেট। পলিকার্বোনেট আসলে অনেক শক্তিধর। সাধারণত হেলমে, যন্ত্রাংশ, দরজা-জানালা ইত্যাদি তৈরির কাজে পলিকার্বোনেট ব্যবহার হয়।প্লাস্টিক বা পলিথিন তৈরিতে ব্যবহার হয় গ্যাস ও তরল বস্তু। এই গ্যাস ও তরল বস্তু আসে কয়লা ও অশোধিত তেল থেকে। এ তেল থেকে যে বস্তুটি পাওয়া যায় তাতে থাকে অনেক ক্ষুদ্র পরমাণু, তাপ ও চাপের ফলে এগুলো জোড়া লেগে তৈরি করে অণুর একেকটি বিশাল শিকল বা চেইন। একে বলা হয় পলিমার। এ পলিমার বেঁকে যেতে পারে বলেই পলিমার থেকে তৈরি হয় প্লাস্টিক নামের বিবিধ সব বস্তু।কাপড় ও কার্পেট তৈরির কাজে ব্যবহার হয় নায়লন ও পলিয়েস্টার। কেভলাম নামের আরো এক ধরনের প্লাস্টিক রয়েছে, যা শক্তিতে স্টিল ও লোহাকে হার মানাতে পারে। বুলেট প্রুফ হেলমেট, জ্যাকেট, ক্যাবল, গাড়ির অংশ ও উড়োজাহাজের বডি তৈরিতে ব্যবহার হয় ক্যাভলাম। টেকলন নামের আরেক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি রান্নার ননস্টিক হাড়িকুড়ির গায় রান্নার সময় ও পরে খাবার লেগে থাকে না। পলিয়েস্টারিনও আরেক ধরনের প্লাস্টিক, যা নরম বিছানার জন্য কোনো ম্যাকিং-এর কাজে ব্যবহার হয়। খাবার গরম রাখার নানারকম পাত্র বা হটকেরিয়ার তৈরি হয় পলিস্টিরিন দিয়ে। পলিইউরেথেইন দিয়ে তৈরি হয় স্পঞ্জ, জুতার সোল, টায়ার ইত্যাদি। পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড) অনেকটা নমনীয় ও ওয়াটার প্রুফ বলেই পানিতে এদের কোনো ক্ষতি হয়না। এক্রিলিক প্লাস্টিক স্বচ্ছ অথচ বেশ শক্ত এবং এটি যেকোনো আবহাওয়ায় টেকসই। গাড়ির বাতি ও কাচ এক্রিলিক প্লাস্টিকেরই তৈরি। ফাইবার গ্লাস নামের প্লাস্টিক ব্যবহার হয় পানির ট্যাংকে ও জাহাজের হাল তৈরির কাজে। ট্যাক্সি, প্ল্যাকেট, স্কি, রেসের সাইকেল ও উড়োজাহাজের খুচরা অংশও তৈরি হয় প্লাস্টিক দিয়ে। এ ধরনের প্লাস্টিকে কার্বন মিশানো থাকে বলেই এদের বলা হয় সিআরপি বা কার্ব রিইনফোর্সড প্লাস্টিক।এ কথা সত্যি, প্লাস্টিক আমাদের হাজারো কাজে লাগে; কিন্তু সেই হাজারো কাজের মাঝেও প্লাস্টিক আমাদের বড় ধরনের ক্ষতির কারণও হচ্ছে। এ ক্ষতি হচ্ছে অপব্যবহারের কারণে। দুনিয়াজুড়ে এই অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে মানুষ। পরিবেশকে বাঁচানোর তাগিদেই এ অপব্যবহার রুখতে হবে আমাদেরও। প্লাস্টিকের সবচেয়ে বড় গুণগুলোই তার অপব্যবহারের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক সহজে পচে না বলে তা পরিবেশগত হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখানে সেখানে ফেলে দেয়া প্লাস্টিকবা পলিথিন সামগ্রী মাটির উর্বরতা নষ্ট করা, শহরের নর্দমা ও পয়ঃপ্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে পানিবদ্ধতার সৃষ্টি করে। এ ছাড়া পলিথিন ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়ার মহামারীর কারণ হতে পারে। চর্মরোগ ও ক্যান্সারের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে চিকিৎসকেরা পলিথিনের ব্যাপক ও দীর্ঘস্থায়ী ব্যবহারকে দায়ী করেছেন। খাবার জিনিস, বিশেষ করে রুটি, বিস্কুট, চিপস্ ইত্যাদি যে পলিথিনে প্যাকেট করা হয় তা খাবারকে অবশ্যই দূষিত করছে। খাবার সংরক্ষণের জন্য প্রয়োজন বিশেষভাবে তৈরি পলিথিন; কিন্তু সে বিশেষভাবে তৈরি পলিথিনের তোয়াক্কা কে করছে?অনেকের একটা সাধারণ ধারণা আছে যে, পুড়িয়ে ফেললেই পলিথিনের জঞ্জাল থেকে রক্ষা পাওয়া যায়। এ ধারণা ঠিক নয়। পুড়ে যাওয়া পলিথিন থেকে উৎপন্ন হয় হাইড্রোজেন সায়োনাইড নামের বিষাক্ত গ্যাস। মানুষের শরীরের জন্য এ গ্যাস খুবই ক্ষতিকর। খোলা জায়গায় পলিথিন পোড়ানো হলে তা আশপাশের মানুষের শ্বাসকষ্টসহ ফুসফুসের মারাত্মক ক্ষতি হতে পারে।পলিথিনের বিপদ থেকে বাঁচার জন্য পলিথিনের পুনর্ব্যবহার ও পুনরাবর্তনের ওপর জোর দিতে হবে; কিন্তু যেখানে সেখানে ফেলে দেয়া পলিথিন যে জঞ্জাল সৃষ্টি করছে তাকে পুনর্ব্যবহার বা পুনরাবর্তনের আওতায় আনা সহজসাধ্য ব্যাপার নয়। হিসাব করে দেখা গেছে, বড়জোর বিশ শতাংশ পলিথিন ব্যাগ পুনর্ব্যবহার বা পুনরাবর্তনের আওতায় আনা যায়। আর বাকি আশি ভাগ আমাদের সামনে বড় রকমের বিপদের ঝুঁকি হয়ে রয়ে যাবে। সম্প্রতি বিজ্ঞানীরা পলিথিন সমস্যা দূর করার প্রয়োজনে পচনশীল পলিথিন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ধরনের পলিথিন বা প্লাস্টিককে মাটিতে মিশিয়ে দিলে মাটির কোনো ক্ষতি হবে না। এ জন্য প্লাস্টিকের সাথে অতিরিক্ত শ্বেতসার বা সেলুলজ মিশিয়ে তা ব্যাকটেরিয়া খাওয়ার উপযোগী করে তুলতে হবে। সূর্যের অতি বেগুনী রশ্মিও এ ধরনের প্লাস্টিককে মাটিতে মিশিয়ে দিতে পারে। শ্বেতসার মেশানো প্লাস্টিকে ব্যাকটেরিয়া একবার ঢুকতে পারলেই প্লাস্টিকের অণুগঠন ভেঙে যাবে। অবশ্য প্লাস্টিক পচে যাওয়া বা মাটিতে মিশে যাওয়া নির্ভর করবে প্লাস্টিকে কতটা শ্বেতসার মেশানো যাবে তার ওপরে। সেই সাথে মাটির গঠন, তাপ ও আর্দ্রতার পরিমাণও হিসাব করে দেখতে হবে।পলিথিনের ব্যবহার কমিয়ে আনার প্রয়োজনে সাধারণ জনগণকে সচেতন করে তুলতে হবে। ইহা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। যেসব ক্ষেত্রে বা কাজে পলিথিন বা প্লাস্টিক ব্যবহার না করলেই নয় সেসব ক্ষেত্রে বা কাজে পলিথিন ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে বাজারের ব্যাগ ও সাধারণ খাবারের মোড়কে পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার বাধ্যতামূলকভাবে বন্ধ করে দিতে হবে। দুনিয়ার যেসব রাষ্ট্র পরিবেশ দুষণের জন্য দায়ী তাদের সে দুষণের জন্য অবশ্যই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।বাজারে থলে হিসেবে কালো পলিব্যাগের ব্যবহার দ্রুত বাড়ছে। এ ধরনের পলিব্যাগে খাবার জিনিস বহন করা মারাত্মক ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। এ ব্যাগে ব্যবহৃত রঙ খাবার জিনিসকে সহজেই দূষিত করে ফেলে। এ ছাড়া ফেলে দেয়া পলিথিন পরিষ্কার বা জীবাণুমুক্ত না করেই কালো রঙের পলিব্যাগ তৈরি করা হচ্ছে। ফলে জনস্বাস্থ্য দারুণ হুমকির মুখে পড়েছে।বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এখন পলিথিনের স্বর্গরাজ্য। পলিথিনের জঞ্জাল দোর্দণ্ড প্রতাপে গ্রাস করছে ঢাকা মহানগরকে; কেবল ঢাকা নয়- পলিথিন সাম্রাজ্যের বিস্তার এখন অন্যান্য শহরেও। গ্রাম-গঞ্জও এর থেকে আজ মুক্ত নয়। বাংলাদেশে পলিথিন ব্যাগের ব্যাপক ব্যবহার হচ্ছে বাজার ব্যাগ ও খাবারের মোড়ক হিসেবে। প্লাস্টিকের হাঁড়িকুড়ি ও তৈজসপত্রে এখন ছেয়ে গেছে বাজার। একসময় একটি মাত্র চট বা কাপড়ের ব্যাগ ব্যবহৃত হতো, এখন সেখানে পাঁচ-সাতটি পলিব্যাগ তার স্থান দখল করেছে। খালি হাতে বাজারে গিয়ে দোকানির দেয়া বিনামূল্যের ব্যাগে ভর্তি করে বাজার নিয়ে ফেরে ব্যবহারকারীরা। তারপর এ ব্যাগ স্থান করে নেয় আবর্জনার স্তূপে অথবা নর্দমা বা রাস্তার পাশে।ঢাকা মহানগরীতে পানিবদ্ধতা এখন মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন শহরে জলাবদ্ধতার আশি ভাগ কারণ হচ্ছে ব্যবহৃত পলিথিনের কারণে। অবস্থাএমন দাঁড়িয়েছে যে, এ অবস্থা চলতে থাকলে আগামী পাঁচ-সাত বছরে ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। প্লাস্টিক বা পলিথিন আমাদের পরিবেশকে দরুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। জীবন ও জীবিকার উপর সৃষ্টি করছে মারাত্মক হুমকি। এসব কথা জেনেও পলিথিনকে বর্জন করা যাচ্ছে না পুরোপুরি। আসলে যেকোনো কাজেই বিশেষ করে বাজার-ব্যাগ হিসেবে পলিথিনের ব্যবহার সবচেয়ে বেশি ক্ষতির কারণ। বিশ্বের সেরা পাট উৎপাদনের দেশ বাংলাদেশ। পলিথিনের বিপরীতে পাটের ব্যবহার দ্রুত বাড়াতে হবে। আগে যে পাটের থলেতে আমরা বাজার করতাম সেই কালচারে আমাদের ফিরে যেতে হবে। আশার ব্যাপার- ধান-চাল, গম-আটা, চিনি ভুট্টায় পলি বস্তা ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এতে যেমন পাটশিল্পের সম্প্রসারণ হবে, তেমনি পলি ব্যাগের দৌরাত্ম্য থেকে জাতি মুক্তি পাবে।

মো.ওসমান গনি

লেখক-সাংবাদিক ও কলামিস্ট

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments