বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসম্পাদকীয়বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা

মো.ওসমান গনি: সংবাদপত্র ও সাংবাদিক একই সূত্রে গাঁথা।সংবাদপত্র ছাড়া যেমন সাংবাদিক কল্পনা করা যায় না ঠিক তেমনি সাংবাদিক ছাড়াও সংবাদপত্র কল্পনা করা যায় না।একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে থাকে।সাংবাদিক সংবাদপত্রের জন্য দেশ ও বিদেশের খবরাখবর সংগ্রহ করে সংবাদপত্র অফিসে প্রেরণ করে থাকে।সংবাদপত্র সে সাংবাদিকের পাঠানো খবরগুলো সংবাদপত্র ছেঁপে তা দেশ ও বিদেশের মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।যাতে করে মানুষ ঘরে বসে সারাবিশ্বের কোথায় কি হয়েছে জানতেপারে।যেহেতু সাংবাদিকের খবরটা সারাবিশ্বে ছড়ে যায় এবং সাংবাদিকের লেখা সংবাদের ওপর দেশ ও বিদেশের অনেক কিছু নির্ভর করে থাকে।সেহেতু সাংবাদিক কে অবশ্যই তথ্যবহুল সঠিক সংবাদ সংগ্রহ করে সংবাদপত্র অফিসে পাঠাতে হবে।যাতে করে সাংবাদিকের সংবাদের কারনে দেশে ও বিদেশের মধ্যে,অথবা কোন জাতি গোষ্ঠির মধ্যে অথবা কোন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না হয়।কিন্তু ইদানিং সংবাদপত্র জগতে একটি নাম সবার মুখে মুখে উচ্চারিত হয় তাহলো হলুদ সাংবাদিক।সাংবাদিক,সংবাদ কি কারণেমাঝে মাঝে হলুদ হয়,এর নাম সাদা,কালো,লাল নীল কেনো হয়না? ,“হলুদ সাংবাদিকতা”শব্দটা আমাদের সমাজে খুব প্রচলিত একটা শব্দ।যেটা বলতেআমরা সাধারণত মিথ্যা,অপপ্রচার,কা-পুরুষোচিত সংবাদকেই বুঝে থাকি হলুদসাংবাদিক।এখন আমার প্রশ্ন হলো,কেন হলুদ সাংবাদিকতা বলা হয়?রঙ তো বিভিন্ন কালারের আছে,হলুদ রঙের সাথে এর সম্পর্ক কি?প্রশ্নটাঅনেকদিন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিলো কি করবো কিছুতেই মেনে নিতে পারিনিতাই লেখতে হলো।বিভিন্ন যায়গায় ঘুরে ফিরে যা জানলাম সেটা পাঠকদের সাথেশেয়ার করলাম।১৮৯০ সালের দিকে জোসেফ পুলিৎজারেরNew York Worldএবংউইলিয়ামহার্টসএরNew York Journalপত্রিকাদুটির মধ্যে এক নীরব যুদ্ধ শুরু হয়,এই প্রতিযোগিতা ছিলো একে অন্যকেছাড়িয়ে যাবার।পত্রিকাগুলো পাঠক ধরে রাখার জন্য বেশী করে খুন,ধর্ষণ এরখবর গুলো বেশী করে ছাপাতো,রঙ্গীন ব্যানার এবং আকর্ষনীয় ছবি দিয়ে ভরেরাখতো এবং বেশীরভাগ ক্ষেত্রে খবরগুলো মনের মাধুরী মিশিয়ে প্রকাশ করা হতো।যেটা ঐ সময়ে নীতি বহির্ভূত ছিলো।ঠিক ঐ সময়েপুলিৎজারএকটি নতুন কমিকস প্রকাশ করে যার নাম ছিলো“The yellow kid”।এখানে হলুদ বালক বলতে বোঝানো হতো এক কাপুরুষ ভীতু ছেলেকে।এখানে বলে রাখাভালো আমেরিকায় কাপুরুষদের“yellow”বলে ব্যাঙ্গ করা হয়।আপনারা হয়তোঅনেকেইRobert Zemeckisএর“Back To the Future“সিনেমাটা দেখে থাকবেন।Back To the Future 2তে নায়ককে তার প্রতিপক্ষরা উত্তেজিত করার জন্য বলতো“Hey You yellow”নায়ক প্রতিবারই উত্তেজিত হয়ে বলতো‘nobody can call meyellow।যাইহোক পুলিৎজারের ঐ কমিক টা বের হবার পরyellowটার্মটা সাংবাদিকতায় চলেআসে।পরবর্তীতে যেকোনো মিথ্যা,অপপ্রচারমূলক সংবাদের সমর্থক হিসেবে হলুদসাংবাদিকতাবা“yellow journalism”টার্মটা ব্যবহার হতে থাকে।হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা।তবে এর সঙ্গেআর অন্য দশটি পেশার পার্থক্য অনেক।তাই মহান পেশায় থেকে দেশের জন্য কাজকরা সাংবাদিকের গুরুত্ব অনেক বেশি।আজকাল এ পেশায় হলুদ সাংবাদিকতা বেড়ে গেছে আশংখ্যাজনক হারে।তারাপ্রশাসনের তদবির ছাড়া কিছুই বুঝে না।কিছু আছে সাংবাদিকতার নাম ভাঙ্গিয়েচলে,অথচ তাদের বেলায় বড় বড় কথা বলতে দেখা যায় কাজের বেলায় কিছুই না।তাহলেধরে নেয়া যাক তারা হলুদ এবং দূর্নীতিবাজ লোক তাদের দ্ধারা দেশ ও জাতীরকল্যাণহবে না।আজকাল এ পেশায় দায়িত্বহীনতা বেড়েই চলছে।আমরা যারা এ পেশায়জরিত আছি- কথা হলো আমাদের দূর্নীতি এবং কৃতকর্মের দায়ভার পেশার উপর বর্তাবেকেন?আজকাল কিছু মানুষ দেখছি ১০ টাকার জন্য তদবির শুরু করে দেয়।এসব‘সাংবাদিক’দের দায় নিতে হচ্ছে প্রকৃত সাংবাদিকদেরকে।এহেন কর্মকান্ড এপেশায় শিক্ষা দেয় না।সাংবাদিকতার পেশা হলো দেশের ২য় স্তম্ভ।হোক না যতইপ্রভাবশালী তাদের বিরুদ্ধে দেশে আইন আছে তারা দূর্নীতি করবে আমরা তাপ্রশ্রয় দেব।কখনো হতে পারে না।একজন ভালো ও পেশাদার সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন?আজকেরপ্রতিষ্ঠিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করেএসেছেন।ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতাই পড়তে হবে এমনটা জরুরি নয়।তবে বিষয়টি পড়া থাকলে একজনকে ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করবে।সাংবাদিকদের‘সব কাজের কাজী’হতে হয়।অর্থাৎ অনেক বিষয়ে মৌলিক জ্ঞানথাকা একজন সাংবাদিকের জন্য জরুরি।সেটা খেলা,অর্থনীতি ও বাণিজ্য,আইন-আদালত,সংবিধান,জ্বালানির মতো বিষয় হতে পারে।বিষয়টা আমার জন্যবিব্রতকর।দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত থেকে আমি নিজে যখন কিছুসাংবাদিকের বিভিন্ন কর্মকাণ্ড দেখে সমালোচনামূখর হই,তখন আমার সহকর্মীরাইআমার দিকে তেড়ে আসেন।আমাদের এই দেশে সবকিছু গোষ্ঠীবদ্ধভাবে বিবেচনার একসংস্কৃতি আমরা চালু করেছি।যেখানে যা-ই ঘটুক না কেন,আমরা সবগুলোকে নিজেদেরদলসূত্রে বেঁধে ফেলি।এর মাঝ দিয়ে হয়তো আক্রান্ত হওয়া থেকে কিছুটা রক্ষাপাওয়া যায়,কিন্তু নিজেদের দায়টুকুর দিকে নজর দেওয়া হয়ে ওঠে না।সবসাংবাদিক নির্যাতনই অপরাধীদের কাজ নয়,কখনও কখনও আমাদের পেশার প্রতি অন্যমানুষের দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও হতাশা থেকেও এটি হতে পারে।আমরা যদি একে বারবার‘সাংবাদিক নির্যাতন’বলে এড়িয়ে যাই,তাহলে এরকমঘটনা বন্ধ হবে না।আমাদেরকে খুঁজে দেখতে হবে সাংবাদিকদের সম্পর্কে সাধারণমানুষের মনোভাব আসলে কী?নিজ অভিজ্ঞতায় বলতে পারি,এই মনোভাব খুব আমোদদায়ক নয়।এক শ্রেণির‘তথাকথিত সাংবাদিকদের’কর্মকাণ্ডে গোটা দেশের মানুষ ধীরে ধীরে এই পেশারপ্রতি শ্রদ্ধাহারাচ্ছে।এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা?অনেকেই হয়তো তা-ই বলবেন,কিন্তু বিচ্ছিন্নঘটনার প্রকোপ যখন অনেক বেশি হয়ে যায়,তখন সেটা এড়িয়ে যাওয়ার আর সুযোগ থাকছেনা।এই সমস্যার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে হরেদরে সাংবাদিক পরিচয় ব্যবহারেরসুযোগ।এই সুযোগ নিয়ন্ত্রণ করতে হবে এবং এই নিয়ন্ত্রণ আরোপে প্রকৃতসাংবাদিকদের সাহসী উদ্যোগ নেওয়া প্রয়োজন।মিডিয়ার সংখ্যা বৃদ্ধির সঙ্গেপাল্লা দিয়ে প্রতিভাবান তরুণরা এই সেক্টরে আসছেন না বলে অনেক সময় প্রায়অযোগ্য কিছু মানুষকে দিয়ে কাজ চালানো শুরু হয়েছে।এদের কোনো প্রশিক্ষণেরব্যবস্থা করেনি অধিকাংশ চাকুরিদাতা প্রতিষ্ঠান।এসব প্রশিক্ষণবিহীন,সাংবাদিকতা সম্পর্কে ন্যূনতম জ্ঞানবিহীন অদক্ষরা সদ্য শিং-গজানো বাছুরেরমতো বুকে আইডি কার্ড ঝুলিয়ে উন্মত্তের মতো আচরণ করছে।এরা রাস্তায় ট্রাফিকআইন ভাঙে,সরকারি বেসরকারি অফিসে গিয়ে ধমক দিয়ে কাজ করতে চায়।এর বাইরে আছে স্বঘোষিত ধান্দাবাজদের‘সাংবাদিক’হয়ে ওঠা।পাড়া মহল্লারসাময়িকী কী এক পাতার কিছু একটা ছাপিয়েই কিছু লোক স্বঘোষিত সাংবাদিক হয়েপড়ছে।পাঠকরা জানেন,সাংবাদিকতা একটি স্পর্শকাতর পেশা।যে কারও হাতে যেভাবেছুরিকাঁচি তুলে দিয়ে অপারেশনের সার্জন বানিয়ে দেওয়া গ্রহণযোগ্য হয় না।অনেকেই হয়তো আমার এই লেখা গুলো মেনে নিতে পারবে না।সাংবাদিকনিয়ন্ত্রণের মনোভাব হিসেবে দেখতে চাইবেন।কারণ আমি যা প্রকাশ করিভেবেচিন্তেই করি,কিন্তুআমার মনে হয় বরং প্রকৃত সাংবাদিকদেরই উচিত হবে এ বিষয়েঅগ্রণী ভূমিকা নেওয়া।আমাদের নিজেদের পেশার সুনাম রক্ষার জন্যইসাংবাদিকতার বাগান থেকে আগাছা দূরকরার ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।একজন ভালোমানেরসাংবাদিকহতেহলে,যেসবগুণথাকাদরকার:১.সিদ্ধান্ত ২. সততা ৩. ব্যক্তিত্ব ৪. ব্যবহার ৫. সাহসিকতা ৬. বস্তুনিষ্ঠতা৭. অধ্যবসায় ৮.নিয়মানুবর্তিতা ও যোগাযোগ ৯. দায়বদ্ধতা ১০. বিচক্ষণতাবাংলাদেশের প্রেক্ষাপটে একথা স্বীকার করতেই হবে,এ পেশায় আজও সিংহভাগজনশক্তিই অনাড়ি।তারা অপেক্ষাকৃত কম মেধাবী ও প্রশিক্ষণহীন।সাংবাদিকতায়পড়ালেখা করে এ পেশায় এসেছেন এমন লোকের সংখ্যা নিতান্ত নগন্য।পড়ালেখা করাতোদূরে থাক প্রশিক্ষণ গ্রহণ করেছেন এমন লোকই বা কোথায়।অথচ একটি সম্ভাবনাময় ওচ্যালেঞ্জিং পেশা হিসেবে সাংবাদিকতা আজ দেশে-বিদেশে অনেক উঁচু মাপের পেশা।পৃথিবীতে যতগুলো পেশা আছে সাংবাদিকতা তার মধ্যে প্রথম সারিতে অবস্থানকরছে।সাংবাদিকতায় অধ্যায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে এ পেশায় প্রবেশ করতেপারলে একটি সম্ভাবনাময় ও উজ্জ্বল ক্যরিয়ার গড়া সম্ভব।

মো.ওসমান গনি

লেখক-সাংবাদিক ও কলামিস্ট

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments