শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসম্পাদকীয়সকল মেধাবীদের কি সম মূল্যায়ন করছে গণমাধ্যম?

সকল মেধাবীদের কি সম মূল্যায়ন করছে গণমাধ্যম?

নাজমুল হক: আমার প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম একজন শিক্ষাবিদ, গবেষক যিনি একেধারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি এসেছিলেন, পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলের একজন ক্রিকেটারও ছিলেন সেই অনুষ্ঠানে। এই শিক্ষাবিদ ও গবেষক যখন আমাদের প্রতিষ্ঠানে প্রবেশ করে তখন আমাদের শিক্ষক , ছাত্র বা কমিটির লোকজন থেকে ২/১ জন গিয়ে তাকে নিয়মরক্ষার সংবর্ধনা দিয়ে স্টেজে নিয়ে আসে ঠিক এর পর পর যখন জাতীয় দলের সেই ক্রিকেটার প্রতিষ্ঠানে প্রবেশ করে তখন সকল শিক্ষক, ছাত্র ও কমিটির মেম্বাররা তাকে রাজকীয় সংবর্ধনা দিয়ে স্টেজে নিয়ে বসান এবং তার সাথে ছবি তোলার জন্য শিক্ষক, ছাত্র বা কমিটির সকল মেম্বাররা ঘিরে রাখে তাকে । এক পর্যায়ে পুলিশ প্রটেকশনে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে হয়েছিল। এই দৃশ্য দেখে বিশ্বের অন্যতম একজন গবেষক ও শিক্ষক অত্যন্ত লজ্জা পেয়ে খুব বিব্রত অবস্থায় স্টেজের একপাশে গিয়ে অসহায় ভাবে দাড়িয়েছিলেন। যে দৃশ্যটি আমার হৃদয়কে খুব নাড়িয়ে দিয়েছিল। ভাবলাম কেন এই ধরণের দৃশ্য তৈরী হলো এর অন্যতম কারণ গণমাধ্যম বা মিডিয়া আমাদের ক্রিকেটারদের এক অনন্য উচ্চতায় পৌছিয়েছে ঠিকই কিন্তু আমাদের দেশের সবচেয়ে মেধাবীদের এই উচ্চতায় তারা নিতে পারেনি। শুধু আমাদের গণমাধ্যম নয় বিশ্বগণমাধ্যমও খেলোয়াড়, অভিনয় শিল্পী, গায়ক বা চিত্তবিনোদন নিয়ে যারা কাজ করে তাদেরকে এতবেশি প্রচারনায় রাখে যে মানুষের চিন্তাকেই তারা বদলে দিয়েছে। আর্জেন্টিনার ম্যারাডোনা, মেসি ব্রাজিলের রোনাল্ডো, পেলে বা আমাদের ক্রিকেটার সাকিব , অভিনয় শিল্পী শাহরুখ খান, সালমান খান বা আমাদের শাকিব-অপু বিশ্বাসকে নিয়ে গনমাধ্যম এত এত বেশি প্রচারনায় ব্যাস্ত যে, তাদের পরিবার, পরিজন, খুঁটিনাটি ব্যাক্তিগত বিষয়ও অনেক সময় গনমাধ্যমে চলে আসে যা তাদেরও পছন্দ নয়। কিছুদিন আগে গণমাধ্যমে দেখলাম আমাদের একজন ক্রিকেটারের ছোট বাচ্চার হাসি ফলাও করে প্রকাশিত হয়েছে। এক বিশ্বখ্যাত ক্রিকেটার লুঙ্গির সাথে টাই পরে রসিকতা করে ছবি তুলেছেন তাও গনমাধ্যমে ফলাও করে ছাপানো হচ্ছে , কেউ বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিলে সে ছবিও গণমাধ্যম ফলাও করে নিউজ করতেছে অর্থাৎ অভিনয় শিল্পি ,গায়ক-গায়িকা বা খেলোয়াড়দের খুঁটিনাটি বিষয়গুলোও গণমাধ্যমে যতটা গুরুত্ব প্রকাশ করছে অন্য অনেক মেধাবীদের ক্ষেত্রে গণমাধ্যম কি একই গুরুত্ব দিচ্ছে ? গণমাধ্যই তাদের অতিরঞ্জিত করে সাময়িক সময়ের জন্য অত্যান্ত আকর্ষনীয় করে তুলছে যার জন্য সাধারণ জনগন তাদের প্রতি তীব্র আকর্ষিত কিন্তু গণমাধ্যম দীর্ঘমেয়াদে তাদের টিকেয়ে রাখতে পারেনা অর্থাৎ তাদের এই আকর্ষন টেকসই হয় না। যেমন- এক সময়ের আলোচিত ক্রিকেট তারকা মেহরাব হোসেন অপি , তাপস বৈশ্য, রাজিন সালেহ বা আশরাফুল এখন অনেকটাই গণমাধ্যমের নিউজের বাহিরে যার ধরুন আমরাও তাদের প্রতি আকর্ষিত নই। অথচ মানুষের কল্যাণে পৃথিবী বদলে দিয়েছিল যারা তাদের কতটুকু মূল্যায়ান করেছে আমাদের বা বিশ্ব গণমাধ্যম। মুদ্রণযন্ত্র আবিষ্কার করে পৃথিবী বদলে দিয়েছিল গুটেনবার্গ| বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে পৃথিবী আলোকিত করে ছিলো থমাস আলভা এডিসন| লক্ষ লক্ষ শিশুর অচল হওয়া থেকে রক্ষা করেছিলো জোনাস সল্কের পোলিও ভ্যাকসিন | ব্লেইসি প্যাসেকেল ক্যালকুলেটর আবিষ্কার করে হিসাব নিকাশে আমুল পরিবর্তন এনেছিল| বিদ্যুৎ আবিষ্কারের ফলে পৃথিবীর ইতিহাস নতুন ভাবে শুরু হয়েছে| আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোন আবিষ্কার করে পৃথিবীর দুরুত্ব কমিয়ে দিয়েছে| কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ বা আধুনিক কম্পিউটারের জনক হাওয়ার্ড আইকেন মানুষের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল| রাইট ভ্রাতৃদ্বয়ের বিমান আবিষ্কারের ফলে আকাশ পথে চলা প্রায় ১.৫ বিলিয়ন লোকের জীবন আজ অত্যন্ত সহজ | আলেকজান্ডার ফ্লেমিং এর অ্যান্টিবায়োটিক ( পেনিসিলিন )আবিষ্কারের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা পেয়েছে।১৯৬০ সালে আমেরিকান সামরিক বাহিনীর একটি অংশ ARPANET নামের নেটওয়ার্ক তৈরি করে এটিই ছিল পৃথিবী বদলে দেওয়ার ইন্টারনেটের প্রাথমিক ভার্সন| বর্তমান বিশ্বকে আরো সহজে বদলে দেওয়ার আবিষ্কার হলো মেটাফ্রিজ যেখানে দীর্ঘদিন বিদ্যুৎ না থাকলেও ভ্যাকসিন সংরক্ষন করার মত ঠান্ডা থাকে এর কারনে দূর্গম অঞ্চলের শিশুদের কাছেও ভ্যাকসিন পৌছে যাবে| জিন সম্পাদনা অর্থাৎ ডিএনএ সম্পাদনা করে অসুস্থ মানুষকে সুস্থ্য করা যাবে| সৌরশক্তি আবিষ্কার করার ফলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমে জলবায়ুর ভারসাম্য আসবে| এমআরএনএ ভ্যাকসিম যা প্রাকৃতিক প্রতিরোধ তৈরী করে রোগ প্রতিরোধে আমূল পরিবর্তন আনবে| নতুন ভাবে তৈরি হচ্ছে একটি যন্ত্র যা চামড়ার নিচে প্রতিস্থাপন করলে ধীরে ধীরে সময় অনুযায়ী শরীরে ঔষধ সরবরাহ করবে| কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কারের ফলে জীবন আরো প্রোডাক্টিভ ও সহজ হয়ে গিয়েছে| কয়েকদিন আগে সংবাদে দেখলাম সামনের বছর থেকেই কৃত্রিম কিডনি প্রতিস্থাপনের সুযোগ পাবেন কিডনি রোগিরা| শুধু যুক্তরাষ্ট্রে বছরের ৬,১৫,০০০ এর বেশি মানুষ কিডনি অকেজো হওয়ায় চিকিৎসা বাবদ বছরের ব্যয় করেন ৪০ বিলিয়ন মার্কিন ডলার| প্রতি বছর প্রায় ৪ কোটিরও বেশি মানুষ অসংক্রামক রোগে মারা যায়| যা বিশ্বের সকল মৃত্যুর ৭১% এর মধ্যে ক্রনিক কিডনী রোগ (CKD) অন্যতম প্রধান অসংক্রামক রোগ|কোটি কোটি টাকার ব্যায় কমানো এবং লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষার্থে কৃত্রিম কিডনী সামনের বছর থেকেই বাজারজাত শুরু হবে আর এই কৃত্রিম কিডনী সংযোজনের নেতৃত্বে বাংলাদেশির বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের জীব-প্রকৌশলী ডাঃ শুভ রায়। প্রতি বছর ৫ লক্ষ ২৫ হাজার শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে যা বিশ্বব্যাপী শিশুমৃত্যুর দ্বিতীয় কারণ অথচ ওআরএস (খাবার স্যালাইন) আবিস্কার হওয়ার পর এর মাধ্যমে চিকিৎসা দিয়ে বিশ্বব্যাপী প্রায় ৫ কোটি মানুষের জীবন রক্ষা সম্ভব হয়েছে। ওআরএসের আবিস্কার হয়েছে আমাদের দেশ থেকে এর মূল গবেষক ছিলেন ICDDRB এর বিজ্ঞানী ডেভিড আর নেলিন এবং রিচার্ড এ ক্যঅস এই দুই বিজ্ঞানীকে ওআরএসের উদ্ভাবক বলে মনে করা হয় যাদের সাথে রিসার্চ ফেলো হিসেবে যুক্ত ছিলেন বিজ্ঞানী রফিকুল ইসলাম ও মজিদ মোল্লা। শান্তিতে নোবেল জয়ী ডঃ মোহাম্মদ ইউনুস। বিশ্বের এক নম্বর এনজিও ব্র্যাক এর চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। আমাদের বিজ্ঞানী যিনি পাট, পেঁপে, রাবার ও ছত্রাক জিন রহস্য উন্মোচন করেছেন ডঃ মাকসুদুল আলম ।এফ.আর খান বিশ্বখ্যাত প্রকৌশলী যিনি একসময়ে আমেরিকার তথা বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন সিয়ার্স টাওয়ার নকশা করেন। বিশ্বব্যাপী জনকল্যাণে তাদের ভূমিকায় বিশ্বকৃতজ্ঞ কিন্তু আমরা ও আমাদের গনমাধ্যম কতটুকু কৃতজ্ঞতা তাদের প্রতি দেখাতে পেরেছি। কিছুদিন আগে আমি আমার ক্লাসে ৬ জন বাংলাদেশী বিশিষ্ট ব্যাক্তির ছবি দেখিয়েছি ডাঃমাকসুদুল, এফ.আর খান, ফজলে হাসান আবেদ, ডাঃ শুভ রায় এবং সর্বশেষ ফোর্বসের তালিকায় স্থানপ্রাপ্ত ২ জন বাংলাদেশী ইলিয়াস হুসেইন (রাইড শেয়ারিং পাঠাও এর প্রতিষ্ঠাতা) এবং আব্দুল্লাহ্ আল মোরশেদ (কার্টুনিস্ট)।এই ছবিগুলো থেকে আমার ক্লাসে উপস্থিত প্রায় ১৮০ জন ছাত্র-ছাত্রী থেকে মাত্র ৩ জন তাদের চিনতে পেরেছে এবং মাত্র ১ জন তাদের সমন্ধে বলতে পেরেছে। একই ক্লাসে আমি আমাদের দেশের একজন অভিনেতা , গায়িকা এবং ক্রিকেটারের ছবি দেখায় দেখলাম শতভাগ ছাত্র-ছাত্রী তাদের চিনি ফেললো এবং প্রায় ৬০ জন তাদের সমন্ধে বলতে পারলো। কারন আমাদের গণমাধ্যম মেধাবী অভিনয় শিল্পী,গায়ক-গায়িকা, খেলোয়াড়দের টুকিটাকি বিষয় যেভাবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে অন্য সেক্টরের তুখোর মেধাবীদের ঐ ভাবে পরিচয় করিয়ে দিচ্ছে না। হয়তোবা দায়সাড়া ২/১ দিন ফিচার করছে কিন্তু বিনোদন বা খেলাধূলার পাতা বা ইভেন্টে তাদের খেলোয়াড় বা অন্যান্য শিল্পীদের মতো ধারাবাহিক প্রচারনা নেই। যার ধরুন আমরা বা আমাদের নতুন প্রজন্ম তাদের সাথে পরিচিত নই। আমার অনেক ছাত্র-ছাত্রী আমাকে প্রশ্ন করেছে আমাদের ক্রিকেটাররা বেশি সফল নাকি ইলিয়াস, ডাঃ শুভরায়, আব্দুল্লাহ্ এরা বেশি সফল ? আমি উত্তর না দিয়ে তাদের মত জানতে চাইলাম তারা প্রায় সবাই উত্তর দিলো ক্রিকেটাররা। আমি জিজ্ঞেস করলাম কেনো? তারা উত্তর দিলো আজ ক্রিকেটার সাকিব শুধু আমাদের দেশে নয় বিশ্বের যে জায়গায়ই যাবে হাজার হাজার লোক তাকে ঘিরে ধরবে চিনবে, সম্মান করবে এবং অর্থবিত্তও আছে। তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকেও অন্য দেশের মানুষ যতটা না চিনে তার চেয়েও বেশি সাকিবকে চিনে তাই সাকিব তথা ক্রিকেটারই সবচেয়ে সফল। আর একজন ছাত্র বললো ইলিয়াস ভাইকে আমি অনেকবার রাস্তায় দেখেছি তাকে কোন মানুষই চিনে না একবারে আমাদের মতো মূল্যহীন সাধারণ মানুষ। মনে মনে ভাবতে ছিলাম পাঠাও এর ইলিয়াসের মাধ্যমে এই দেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে , ডাঃ শুভ রায়ের কৃত্রিম কিডনীর মাধ্যমে ভবিষ্যতে কোটি কোটি মানুষের জীবন রক্ষা পাবে, সহজ হবে তাদের লাইফ সটাইল মিলিয়ন-মিলিয়ন টাকা রক্ষা পাবে মানুষের। পুরো বিশ্বকে পাল্টিয়ে দিয়েছিল যারা গুটেনবার্গ, এডিসন, সল্ক, প্যাসকেল, ব্যাবেজ, গ্রাহামবেল, রাইট ভ্রাতৃদ্বয়, আলেকজেন্ডার ফ্লেমিং যাদের আবিস্কারে কোটি কোটি মানুষের জীবন রক্ষা অথবা সহজ করে দিয়েছে কোটি কোটি মানুষের জীবন ব্যবস্থাকে তার কি সফল নয় ? গণমাধ্যম যদি শুধু চিত্তবেনোদনে যারা সফল তাদেরকেই অতিরঞ্জিত ভাবে তুলে ধরে অপরদিকে যারা জীবন রক্ষাকারী আবিস্কার করে পুরো বিশ্বকেই পরিবর্তন করে দিচ্ছে , যাদের গবেষণায় কোটি কোটি মানুষের জীবন রক্ষা পাচ্ছে, যাদের দিন-রাত পরিশ্রম পৃথিবীর লাইফ স্টাইল পরিবর্তন হয়েছে। তাদেরকে অন্তরালেই রাখে তবে একসময় হয়তো সাধারণ মানুষ সন্তানদের ভবিষ্যতে বিজ্ঞানী, ডাক্তার ইঞ্জিনিয়ার, কবি-সাহিত্যিক, সাংবাদিক, প্রশাসক বা বিচারক হওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তাই সকল গণমাধ্যমের প্রতিভা/মেধাবী আলাদা পাতা বা ইভেন্ট থাকলে ভালো হয়। যেখানে খেলাধুলা, বিনোদন এর পাশাপাশি অন্য সকল পেশাজীবী সেক্টরের মেধাবীদের নিয়ে ধারাবাহিক বিভিন্ন লেখা থাকবে এতে সকল মেধাবীদের যেমন মূল্যায়ন হবে তেমনি ভবিষ্যত প্রজন্ম ও উৎসাহ পাবে। সকল মেধাবীরাই সমানভাবে মূল্যায়িত হবে , গণমাধ্যমকেই সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

নাজমুল হক
শিক্ষক ও কলামিস্ট
শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষায়, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে বাংলাদেশে প্রথম স্থান অর্জনকারী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments