বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসম্পাদকীয়মৃত্যু ও আক্রান্ত যত বাড়ছে সচেতনতা ততো কমছে

মৃত্যু ও আক্রান্ত যত বাড়ছে সচেতনতা ততো কমছে

নাজমুল হক: ১৮ মার্চ যেদিন প্রথম মৃত্যু হলো , তার কিছুদিন পরেই একদিনে ৯ জন আক্রান্ত হলো ,পুরোদেশ তখন স্তব্ধ হয়ে গিয়েছিল। আজ একদিনে আক্রান্ত ৫০৩ জন আগের তুলনায় ৫৬ গুন বেশি এবং মৃত্যুও কয়েকগুণ বেশি।আক্রান্ত ও মৃত্যু যত বাড়ছে আমাদের সচেতনতা ততো কমছে। আমার এক ঘনিষ্ঠজন ঐ সময়ে এতটা সচেতন ছিল যে ২৯ মার্চ থেকে ১৩ এপ্রিল একটানা ১৬ দিন গৃহবন্দি ছিল। আত্নীয়স্বজন , ভাইবোন বা পাড়াপড়শি কাউকে ঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি আর বাচ্চাদের বাহিরে যাওয়া ছিল কল্পনাতীত। এখন দিনকে দিন পরিস্থিতি যত ভয়ঙ্কর হচ্ছে তার সচেতনতা ততোই কমে যাচ্ছে। বাহিরে যাচ্ছে আড্ডা দিতে বা বাজার করতে ,বাচ্চারাও যাচ্ছে পাশের ফ্ল্যাটে বা ছাদে খেলতে।অথচ এখন আমাদের সবচেয়ে ভয়ঙ্কর সময় , প্রয়োজন সর্বোচ্চ সচেতনতা। এই ভয়ঙ্কর সময়ে রাস্তাঘাট , বাজার , মহল্লার চায়ের দোকান বা বাড়ির ছাদের পরিবেশ দেখলে মনে হয়না ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আমরা। স্বাস্থ্য বিভাগ বলছে ,স্বাস্থ্যবিধি না মানলে কঠিন পরিণতি ভোগকরতে হবে। বিশ্বে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ব্যতিক্রম আজ পর্যন্ত মৃত্যু ১৩১ সু্স্থ ১১২ তারমানে সু্স্থ হওয়ায় চেয়ে মারা যাচ্ছে বেশি। অথচ বিশ্বব্যাপী সু্স্থ হচ্ছে বেশি মারা যাচ্ছে কম। আজ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩৯৭৭৬ জন যার মধ্যে আক্রান্ত ৪৬৮৯ তার মানে পরীক্ষার শতকরা ১১.৭৯ জন পজিটিভ (আক্রান্ত) বাকি প্রায় ৮৯ জন নেগেটিভ। যা এখন পর্যন্ত কিছুটা হলেও স্বস্তিদায়ক। তাই নিজকে , নিজের পরিবারকে সর্বোপরি দেশকে নিরাপদ রাখতে হলে এই মুহূর্তে ঘরে থাকার কোন বিকল্প নেই।

নাজমুল হক
প্রভাষক ও কলামিস্ট
বনানী বিদ্যানিকেতন কলেজ

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments