৫ জুলাই আমার গিটার গুরু এনামুল কবির স্যারের জন্মদিন। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তারিখের হিসেবে স্যার আমার চেয়ে চার দিনের ছোট (৫ জুলাই – ১ জুলাই)। আর সব কিছুতেই হাই আলটিচুডে স্যারের অবস্থান। গানের সুরে, গিটারের তারে, স্বরলিপির আখরে গুরু এনামুল কবির এতোটাই উচ্চতায় অধিষ্ঠিত যে তাকে দেখতে হলে, জানতে হলে অনেকগুলো সিঁড়ি ভাংতে হয়। অন্তত আমার ছয় বছর লেগেছিল তার কাছে পৌঁছাতে।
১৯৭৮ সাল। বুলবুল ললিত কলা একাডেমির মতিঝিল শাখায় গিটারে প্রথম বর্ষে ভর্তি হই। সেখানে শিক্ষক গিটার মায়েস্ত্রো পান্না আহমেদ স্যার। সপ্তাহে দুদিন ক্লাস। মাসে গড়পড়তা আট দিন ক্লাসে স্ট্যাফ নোটেশনে খুব ধীরগতিতে গিটারের তারগুলোতে আংগুল সঞ্চালিত হয়। তাতে মন আন্দোলিত হয় না।
রেডিওতে এনামুল কবির সাহেবের গিটার শুনে মন চায় গান বাজাতে। কবির স্যার সমকালীন হট ফেবারিট একের পর এক গান বাজান। আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। বামন হয়ে চাঁদ ছোঁয়ার ইচ্ছার মতো আমারও ইচ্ছে করে তাঁর মতো করে মিষ্টি মিষ্টি সুর তুলতে। কিন্তু মন আর হাতের আংগুল এক রিদমে চলে না। বেসুরের ডামাডোলে মূল সুর তলিয়ে যায়। এর মাঝে বাফার একটি প্রগ্রামে কবির স্যারকে কাছ থেকে দেখি ঢাকার ফুলার রোডে বৃটিশ কাউন্সিল অডিটরিয়ামে। সেইদিন থেকে তাঁর কাছে শেখার ইচ্ছের পারদ এক লাফে অনেক উপরে উঠে যায়।
প্রাণ চায়, কিন্তু সুযোগ পাওয়া নাহি যায়। বাফায় একজন সিনিয়র ভাইয়ের মন্তব্য আমার উৎসাহের চুল্লীতে একড্রাম ঠাণ্ডা জল ঢেলে দেয়। সেই ভাই বলেছিলেন – বাফার কোনো ছাত্র ছাত্রীকে এনামুল কবির সাহেব গিটার শেখান না। মোটা মাথার আমি তার কথা বিশ্বাস করে কবির স্যারের কাছে ঘেঁষার সাহস করিনা। সেই সাহস শেষ পর্যন্ত যুগিয়েছিলেন অজিত দা – রবীন্দ্রসঙ্গীত তথা গণসঙ্গীতের প্রবাদপ্রতিম পুরুষ অজিত রায়। ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসের কোন এক বৃহস্পতিবার সন্ধ্যায় অজিত দা আমাকে বগলদাবা করে ৬ নম্বর এলিফ্যান্ট রোডের চারতলায় নিয়ে গিয়ে এনামুল কবির স্যারের হাতে আমাকে সোপর্দ করেন।
সেই তিরাশি সাল থেকে আজ ২০২৩। পাক্কা চল্লিশ বছর। এই চার দশকে বুড়িগঙ্গায় বিলিয়ন বিলিয়ন লিটার জল গড়িয়েছে। এক সময়ের কাকচক্ষু জল ধূসর কালো নোংরা হয়েছে। কিন্তু স্যারের সাথে আমার সম্পর্কে এতটুকু মলিনতা আসেনি। বরং উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। গত চল্লিশ বছরে বুড়িগঙ্গার উপর চার চারটে সেতু হয়েছে। আমার সাথে গিটার গুরুর সেতু বন্ধন হয়েছে নানা মাত্রায়, না না আঙ্গিকে। সম্পর্ক সুপার কোয়ালিটি কংক্রিটের চেয়েও সুদৃঢ় হয়েছে।
পৃথিবীতে আগমন দিনে স্যারকে আমার পরাণের গহীন থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। প্রার্থনা করি অশীতিপর যুবক এনামুল কবির স্যার যেন হাতে গিটার এবং কণ্ঠে গান নিয়ে সার্বক্ষণিক প্রাণবন্ত থাকেন। সুস্থ দেহে সুদীর্ঘ হোক আপনার জীবন।
হ্যাপি বার্থডে টু ইউ, স্যার।
লেখক: অবসরপ্রাপ্ত সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী, লেখক এবং হাওয়াইয়ান গিটারিস্ট