প্রকৃতির এক অপার সৌন্দর্যমন্ডিত দেশ আমাদের ষড় ঋতুর এই বাংলাদেশ। সেই গ্রীষ্ম থেকে শুরু বসন্তে গিয়ে শেষ মাঝখানে আছে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত তাদের রূপের নাহি শেষ। বর্ষাকালের বৃষ্টিভেজা প্রকৃতিকে কিছুটা রোদের আলোয় রাঙাতে আর কাশ ফুলের মিষ্টি বাতাসের সুভাস দিয়ে মোহিত করতে আগমন ঘটে শরৎকালের। বাংলা ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল। এ ঋতুর রূপে মুগ্ধতা কেউ অস্বীকার করতে পারেনি তাইতো বাংলার কবি সাহিত্যিকগণ একে ঋতুর রাণী বলে আখ্যা দিয়েছেন। শরৎকালের কিছু বিশেষ বৈশিষ্ট্য অন্য ঋতু থেকে একে সম্পূর্ণ আলাদা করেছে। শরতের রূপ সৌন্দর্য আরাও বাড়িয়ে দেয় মাঠে-ঘাঠে, নদীর তীরে ফুটে থাকা কাশফুল ও খালে, বিলে ফুটে থাকা বাঙালির চির চেনা শাপলা, পদ্ম ফুল। শরৎকালের মূল আকর্ষণ মূলত দুর্গাপূজা। এই পূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব। শরৎকালে এ পূজা হয় বলে একে শারদীয় দুর্গাপূজা বলা হয়। বাংলাদেশ ষড় ঋতুর দেশ হওয়ায় প্রতি দুই মাসে নতুন একটি করে ঋতুর আগমন ঘটে। দেখতে দেখতে শরৎ শেষ হতে চলেছে রেখে যাচ্ছে প্রকৃতির নানা রূপ ছাপ। শরৎকালের সেই রূপ সৌন্দর্য বাংলার গ্রামগুলোতে যে ভাবে ফুটে ওঠে শহরে সেই ভাবে ফুটে না। শহরের কর্মমুখর জীবনের ব্যস্ততা নিয়ে মানুষের সময়ই হয়ে উঠে না শরতের রূপ বৈচিত্র্য দেখার। সময় বদলাচ্ছে সাথে সাথে প্রকৃতির রূপ বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে আমাদের অজান্তেই। এখন আর আগের মতো ষড় ঋতুর সৌন্দর্য দেখতে পাওয়া যায় না। জলবায়ু পরিবর্তন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দিন দিন হারিয়ে ফেলছি আমাদের ষড়ঋতুর বৈচিত্র্যপূর্ণ প্রকৃতিকে। হয়তো এমন সময় আসবে তখন শুধু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তের রূপ, বৈচিত্র্য, সৌন্দর্য শুধু বইয়ের পাতাতেই লেখা হয়ে থাকবে।
লেখকঃ রুহুল আমিন রনি গণযোগাযোগ ও সাংবাদিকতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়