এ আর রহমান একজন লিজেন্ড সঙ্গীতজ্ঞ। সর্বভারতে তিনি পরিচিতি পেয়েছেন ২১/২২ বছর বয়সে ‘রোজা’ সিনেমার সৌজন্যে, গত শতাব্দির নব্বই দশকের শুরুতেই। ছিলেন হিন্দু, পরে সপরিবারে ধর্মান্তরিত হয়ে সুরা ‘আর রহমান’ এর অনুকরণে নিজের নামকরণ করেন। ‘রোজা’ ‘বম্বে’ ‘দিল সে’ ‘পরদেশ’ ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ‘রকস্টার’ ইত্যাদি চলচ্চিত্র তাঁকে সুসংহত আসন, অর্থ-বিত্ত, অস্কার এনে দিয়েছে।
এ আর রহমান এবার কবি নজরুলের গানের বারোটা বাজিয়েছেন। ভারতবর্ষের জাগরণের গানের অন্যতম মাইলফলক ‘কারার ঐ লৌহকপাট’কে ব্যবচ্ছেদ করেছেন নিজের স্টাইলে। জাগরণের গানকে ঘুমপাড়ানি স্টাইলে উপস্থাপন করেছেন ‘Pippa’ চলচ্চিত্রে। মূল সুরের ধারেকাছেও নেই। একটি ঐতিহাসিক গানের অপমৃত্যু ঘটালেন তিনি। মজার ব্যাপার হলো এই গানের প্রসঙ্গ না এলে রাজাকৃষ্ণ মেনন পরিচালিত লো বাজেটের সিনেমা পিপ্পার কথা কেউ মনেও রাখতো না। মুক্তি পেত আর হারিয়ে যেত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বানানো এই সিনেমার কাহিনীর কথা বাংলাদেশের কেউ শুনেছে বলেও মনে হয় না। তাই ভাবনা অমূলক নয় যে সিনেমাটিকে আলোচনায় আনার জন্যেই এই অভাবনীয় বিতর্ক চাওড় করা।
তবে দু:খ লাগে নজরুলের প্রতি বলিউডের এই অবহেলা দেখে। প্রকারান্তরে অবহেলা করা হলো দেশবন্ধুকেও। কারণ চিত্তরঞ্জন দাশের স্ত্রীর অনুরোধে কবি গানটি লিখেছিলেন। দেশবন্ধুর সাথে নজরুলের সম্পর্ক সম্পর্কে সবাই কমবেশি অবগত। অন্তত যাঁরা সাহিত্যের খোঁজখবর রাখেন। তাঁর অকালপ্রয়াণে ব্যথিত কবি গোটা একটি কাব্যগ্রন্থ ‘চিত্তনামা’ প্রণয়ন করেছিলেন। ‘কারার ঐ লৌহকপাট’ সম্পর্কে আমরা জানি যে ইংরেজ শাসনের বিরোধিতার কারণে দেশবন্ধু সহ যাঁরা জেলে ছিলেন, কারাগারে তাঁদের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে এই গান। ১৯৪৯ সালে ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’ সিনেমায় এটি প্রথম ব্যবহৃত হয়। এরপর ৬৯-৭০ সালে জহির রায়হান তাঁর কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ সিনেমায় এই গান ব্যবহার করেন। সবচে বড় কথা এই গান আর নজরুল প্রায় সমার্থক। বিদ্রোহী কবিতার মতো ‘কারার ঐ লৌহকপাট’ আমাদের প্রাণের কবির একটি প্রতিনিধিত্বশীল সৃষ্টি। অথচ এ আর রহমান গানটিকে কবর দিয়েছেন সুরবিকৃতির আশ্রয় নিয়ে। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম।
কিছুদিন আগে শিল্পী অভিজিৎ এর একটি সাক্ষাৎকার দেখছিলাম ইউটিউবে। তিনি মনে করেন, এ আর রহমান বাদ্যযন্ত্রীদের পেটে লাথি মেরেছেন। এক কী-বোর্ড দিয়েই তিনি বিবিধ সাউন্ড সৃষ্টি করেন। তাঁর সৃষ্ট সুর অনেকগুলো সাউন্ডের মিলিত প্রকাশ মাত্র। ভারতের মূলধারার গান, সুর, দ্যোতনা নয়।
এখন আমাদের কী করা উচিত? কবি পরিবার, কবি নজরুল ইন্সটিটিউট, চুরুলিয়ার নজরুল একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ, ময়মনসিংহ নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল নজরুল বিশ্ববিদ্যালয়, প্রনস – প্রত্যেকের উচিত এই ঘটনার প্রতিবাদ জানানো। Pippa চলচ্চিত্র থেকে গানটি প্রত্যাহার করে মূল সুরে এর ব্যবহার সুনিশ্চিত করা হোক।
রফিক সুলায়মান : গবেষক ও শিল্প-সমালোচক।