বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeশিক্ষাদাবি আদায়ে ঢাবি ভিসির কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

দাবি আদায়ে ঢাবি ভিসির কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

কাগজ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নির্বাচন তিন মাস পেছানো ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার দাবিতে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
পূর্ব ঘোষণা অনুযায়ী ৭ দফা দাবিতে আজ রোববার দুপুর ১২টা থেকে এই অবস্থান কর্মসূচিতে শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান, আসাদুজ্জামান আসাদ, এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, জহিরুল ইসলাম বিপ্লব, আবু আতিক আল হাসান মিন্টু, নূরুল হুদা বাবু, করিম সরকার, মিনহাজুল ইসলাম ভুঁইয়া, আল মেহেদী তালুকদার, বাশার সিদ্দিকী, মেহবুব মাসুম শান্ত, মফিজুর রহমান আশিক, ঢাবি ছাত্রদলের হাফিজুর রহমান, আমিনুর রশিদ আমিনসহ ঢাবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
এর আগে গতকাল শনিবার সকাল ১১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নের আবেদন ফরম বিতরণ শুরু করে ছাত্রদল। এই আবেদন ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
ফরম বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিনসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments