বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeশিক্ষাবাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

রাফী উল্লাহ: অবিলম্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখা (মার্কসবাদী)। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদীয় করিডোর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় বাকসু নির্বাচনের দাবিতে সংগঠনটির সাধারণ সম্পাদক গৌতম করের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। মিছিল পরবর্তী এক বিক্ষোভ সমাবেশে গৌতম করের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ দাসের সঞ্চালনায় সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্থান। কিন্তু দীর্ঘ ২১ বছর ধরে এই বাকসু নির্বাচন বন্ধ হয়ে আছে। বারবার প্রশাসনকে জানানোর পরও বাকসু নির্বাচন নিয়ে তাদের কোনো পদক্ষেপ দেখা যায় নি। তাই অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি রক্ষার্থে বাকসু নির্বাচন দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments