শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeশিক্ষা৬ দফা দাবীতে পাবিপ্রবি’র কর্মকর্তাদের কর্মবিরতি

৬ দফা দাবীতে পাবিপ্রবি’র কর্মকর্তাদের কর্মবিরতি

কামাল সিদ্দিকী: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তারা ৬ দফা দাবীতে কর্মবিরতিসহ উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। শনিবার সকালে কর্মবিরতি শুরু করে এবং দুপুরে উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেন। ৬ দফাগুলোর মধ্যে রয়েছে, কর্মকর্তা নিয়োগবিধি (এমপিকিউ) সংশোধন করে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এডহক, মাষ্টাররোলে কর্মরত কর্মকর্তাদের অতিদ্রুত সময়ে স্থায়ী করণ, কর্মকর্তা নীতিমালা অনুচ্ছেদ ৩ এর ৩ ও ২ ধারা সংশোধন, কর্মচারী- কর্মকর্তাদের ভর্তি পরীক্ষার সন্মানী ৪০ শতাংশ অদ্য অফিস চলাকালীন সময়ে সমাধান, এডহক-এ কর্মরত কর্মকর্তাদের চাকুরি স্থায়ী করণের দিন হতে সকল প্রকার আর্থিক পাওনা প্রদান করতে হবে ও পেনশনের ক্ষেত্রে এডহক সময় গণনা করতে হবে, কর্মকর্তাদের আপগ্রেডেশন জনিত সমস্যা আগামি ৭ কর্ম দিবসের মধ্যে সমাধান করতে হবে। পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, আগামি ২ কর্মদিবসের মধ্যে সকল বিষয়ে (৪ নং ব্যতিত) ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments