বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeশিক্ষাসামাজিক ও প্রাতিষ্ঠানিক অবমূল্যায়ন দরিদ্রতা বাড়িয়ে দিচ্ছে

সামাজিক ও প্রাতিষ্ঠানিক অবমূল্যায়ন দরিদ্রতা বাড়িয়ে দিচ্ছে

রাফী উল্লাহ, বাকৃবি: যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র গরিব বা অর্থ সংকট থাকলে অনেকক্ষেত্রেই তাকে কাজের সুযোগ থেকে বঞ্চিত করা হয়। সামাজিকভাবেও করা হয় অবমূল্যায়ন। এতে করে বেকারদের আর্থিক অবস্থার পরিবর্তন সম্ভব হয়ে উঠে না। এছাড়াও কর্মসংস্থানের অভাব ও অনিশ্চয়তা, শ্রেণী ও লিঙ্গ বৈষম্য, দরিদ্রদের মতামতের অবমূল্যায়নও দারিদ্রতার অন্যতম কারণ। সোমবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজ বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ‘দারিদ্ধসঢ়;্রতার লুকায়িত কারণ’ শীর্ষক এক গবেষণামূলক সেমিনারে এসব কথা বলেন অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান খান। ইঞ্জিনিয়ার লিনেন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এটিডি ফোর্থ ওয়াল্ড এমিয়ার আঞ্চলিক কো- অর্ডিনেটর ক্লাউড হেবার্জার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments