শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় মহিলাদের ক্ষমতায়নে গ্রাম পর্যায়ে হচ্ছে উঠান বৈঠক

উল্লাপাড়ায় মহিলাদের ক্ষমতায়নে গ্রাম পর্যায়ে হচ্ছে উঠান বৈঠক

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে (২য় পর্যায়ে) গ্রাম পর্যায়ে উঠান বৈঠক করা হচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ মহিলাদের স্বত্বঃফুর্ত অংশ গ্রহণে এ বৈঠক এবং বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে জোর উদ্যোগ নেয়া হচ্ছে। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে রয়েছেন উপজেলা জাতীয় মহিলা সংস্থা। প্রকল্পের মুল উদ্দেশ্যে গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন। সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামে বিভিন্ন বয়সী ৭০ জন মহিলার অংশ গ্রহণে বৃহস্পতিবার দুপুরে একটি উঠান বৈঠক হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম, তথ্যসেবা কর্মকর্তা লুবনা জাহান উপ্িধসঢ়;স্থত ছিলেন। এর আগে নয়ানগাঁতী ও চালা গ্রামে একই প্রকল্পে আরো দুটি উঠান বৈঠক হয়েছে। এসব বৈঠকে ইউএনও মোঃ আরিফুজ্জামানের সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভুঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, তথ্যসেবা কর্মকর্তা লুবনা জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা জাতীয় মহিলা সংস্থা সূত্রে এসব উঠান বৈঠকে গ্রামীণ মহিলাদের আধুনিক প্রযুক্তি সর্ম্পকে সচেতন করা হচ্ছে। গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধা বঞ্চিত নারীদের তথ্যে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তির সেবা তাদের ক্ষমতায়নকে ত্বরাস্তিত করার যাবতীয় সব তুলে ধরা হচ্ছে। এসব বৈঠকে গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সর্ম্পর্কিত বিষয়াদির মধ্যে স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতুয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকুরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবা সমূহের সব বিষয়ে অবহিত করা হচ্ছে। বৈঠকে অংশগ্রহণকারী মহিলারা তাদের এলাকার নাগরিক সমস্যা, সামাজিক প্রতিবন্ধকতা বিষয়ে তুলে ধরছেন। এর সমাধানে সংস্থা থেকে জোর গুরুত্ব দেয়া হচ্ছে। নয়ানগাঁতী বৈঠকে অংশ নেয়া ছয় নারীকে রোববার স্থানীয় একটি ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান বলেন, অর্থনৈতিক কর্মকান্ডে মহিলাদের অংশ গ্রহণ ও সার্বিক অগ্রগতি অন্যতম শর্ত এবং নারীর ক্ষমতায়ন, তথ্য প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ অবদান রাখার বিষয়ে তুলে ধরা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments