শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeশিক্ষা২৪ বছর পর রায়পুরে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

২৪ বছর পর রায়পুরে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

তাবারক হোসেন আজাদ: ২৪ বছর পর শিক্ষক সমিতির নির্বাচনে প্রত্যক্ষভাবে নিজের ভোট দিতে পেরে খুবই আনন্দিত লাগছে। এ সম্মেলনকে কেন্দ্র করে শিক্ষকদের যেন মিলনমেলায় পরিণত হয়েছে। নির্বাচিত নেতারা সঠিক ভাবে সংগঠন চলাবেন এবং শিক্ষকদের বিপদ-আপদে এগিয়ে আসবেন বলে আমার প্রত্যাশা। এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান লিটন বৃহস্পতিবার (২৫ জুলাই) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনের নির্বাচনের সময় এ কথাগুলো বললেন। ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৯২ জনের মধ্যে ২৮৮ জন ভোটার (শিক্ষক) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে ভোট প্রয়োগ করেছেন।

বিকেল ৫টায় ২৩ পদের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। ৩ বছর মেয়াদি সংগঠনের নির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা হলেন, মোঃ বিল্লাল হোসেন (সভাপতি), মোঃ জহিরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, মিজানুর রহমান, মোরশেদ নুরন্নবী পাটওয়ারী, রিয়াজ উদ্দিন চৌধুরী, মোঃ হুমায়ুন কবির (সহ-সভাপতি), মোঃ আলমগীর হোসেন (সাধারণ সম্পাদক), মোঃ মিজানুর রহমান ও মোঃ হারুনুর রশিদ (যুগ্ন সাধারণ সম্পাদক), গোলাম মোস্তফা ও মোঃ জিয়াউল হক (সাংগঠনিক সম্পাদক), আবু সায়েম চৌধুরী (অর্থ সম্পাদক), দেলোয়ার হোসেন (শিক্ষা সম্পাদক), ফিরোজ আলম (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), মোঃ ইমাম হোসাইন (ধর্ম বিষয়ক সম্পাদক), সুমা ভৌমিক (ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক), মোঃ দেলোয়ার হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক)। অন্যদিকে বিনা প্রতিদন্ধিতায় ৫ জন শিক্ষক যথাক্রমে, মোঃ হারুনুর রশিদ (দপ্তর সম্পাদক), মোঃ রিপন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), রুবিনা আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক), আল-হেলাল (সমাজ কল্যাণ সম্পাদক), ফয়েজ আহাম্মদ (সহ-শিক্ষা সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন। শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার পরিদর্শক মোঃ মাইন উদ্দিন সহ ৩ জন পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন। জাকজমকপূর্ন এ নির্বাচন প্রত্যক্ষ উপভোগ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রাণী রায়, রামগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসমাইল তারেক, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ শাহজাহান, হায়দরগঞ্জ মডেল কলেজের প্রিন্সিপাল ড. একেএম ফজলুল হক সহ সাংবাদিক ও অতিথি শিক্ষকগন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments