শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeশিক্ষাদেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা-রড নিয়ে নুরদের পিছু নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ

দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা-রড নিয়ে নুরদের পিছু নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের নেতৃত্বাধীন বিক্ষোভ মিছিলের পিছু নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও রডসহ দেশীয় অস্ত্র দেখা গেছে।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন নুরের নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং মঙ্গলবারের কর্মসূচিতে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার প্রতিবাদে তারা স্লোগান দিতে থাকেন।
একই সময় সেখানে আসেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তারা মঙ্গলবার তাদের ওপর হামলার অভিযোগ এনে ডাকসু ভিপি ও তার অনুসারীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা হ্যান্ডমাইকে দুই পক্ষকেই কর্মসূচি বন্ধ করে ওই এলাকা ত্যাগ করার জন্য বলতে থাকে। একপর্যায়ে নুরের নেতৃত্বে সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা দোয়েল চত্বর হয়ে মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে রওনা হন।
এরপরই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা মিছিলটি অনুসরণ করতে থাকেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও রডসহ দেশীয় অস্ত্র দেখা গেছে। যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ভারতের বিতর্কিত নাগরিক তালিকা (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে দেশটিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের ডাক দেয় ভিপি নুরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ।
সমাবেশের আগে মুক্তিযুদ্ধ মঞ্চ রাজু ভাস্কর্যে অবস্থান নেয়। ডাকসুর ভিপি নুরুল হকসহ তার অনুসারীরা ৪টার দিকে সেখানে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন দলবল নিয়ে তাদের ওপর হামলা করে।
হামলায় নুরের হাতের আঙুল ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ প্রায় ১০ জন আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments