শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeশিক্ষানবীনদের বরণে বেরোবিতে উদ্বোধনী সমাবর্তন আগামীকাল

নবীনদের বরণে বেরোবিতে উদ্বোধনী সমাবর্তন আগামীকাল

শিহাব মন্ডল: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরন উপলক্ষ্যে উদ্বোধনী সমাবর্তন আগামীকাল ১ জানুয়ারি ২০২০(বুধবার) অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জন-সংযোগ দপ্তরের সেকশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্বোধনী সমাবর্তন উপলক্ষে কর্মসূচির শুরুতে থাকবে সকাল ৯:০১ মিনিটে নবীন শিক্ষার্থীদের নিবন্ধন। নতুন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে উদ্বোধনী সমাবর্তনে নিবন্ধন করতে হবে। এরপর ১০:৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের পর শোভাযাত্রার মধ্যদিয়ে উদ্বোধনী-সমাবর্তনের উদ্বোধন। বেলা ১১:১৫ মিনিটে নবীন শিক্ষার্থীদের বরণ ও অভিভাষণ এবং দিনের শেষ কর্মসূচিতে বিকাল ৪:০১ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লালনের গান অনুষ্ঠিত হবে। লালনের গান পরিবেশন করবে কুষ্টিয়ার লালন একাডেমি।

দিনব্যাপী সকল কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও উপস্থিত থাকবেন এবং বিশ্ববিদ্যায়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নবীনদের বরন ও অভিভাষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উদ্বোধনী সমাবর্তন ২০২০ আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান।

উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ জানুয়ারি ২০২০ তারিখ থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments