বুধবার, মে ৮, ২০২৪
Homeশিক্ষাফেসবুকে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস: বেরোবি শিক্ষিকা জেল হাজতে, ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন

ফেসবুকে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস: বেরোবি শিক্ষিকা জেল হাজতে, ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন

জয়নাল আবেদীন: ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে গ্রেফতার হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। সোমবার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ভার্চুয়াল শুনানি হওয়ার কথা থাকলেও তা পরবর্তী তারিখ নির্ধারন হয়েছে ১৭ জুন । এর আগে রেববার বিকেলে ওই প্রভাষককে আদালতের মাধ্যমে রংপুর জেলা হাজতে পাঠানো হয় । সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেয়ার অভিযোগে শনিবার রাতে সিরাজাম মুনিরাকে তার বাসা থেকে আটক করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের দায়ে র করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এদিকে রিমান্ড আবেদনের ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মুহিব্বুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়েরকৃত আইসিটি আইনের মামলায় শিক্ষিকা সিরাজাম মুনিরাকে আজ দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন ফেসবুকে ব্যাঙ্গাত্মক এই স্ট্যাটাস দেয়ার পেছনে আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে এবং তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বিঞ্জ আদালতে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments