শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeশিক্ষাবঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হলে দূর্ধর্ষ চুরি, নিরাপত্তাহীনতায় পুরো ক্যাম্পাস

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হলে দূর্ধর্ষ চুরি, নিরাপত্তাহীনতায় পুরো ক্যাম্পাস

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) ছাত্রী হলে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। করোনাকালীন সময়ে কলেজ বন্ধ থাকার সুযোগে ফাঁকা হলে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নেয় চোর চক্র। কলেজ অধ্যক্ষের বাস-ভবনের ২০-২৫ গজের মধ্যে এমন দূর্ধর্ষ চুরি সংঘঠিত হওয়ায় পুরো ক্যাম্পাস ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থী-কর্মচারীরা । অপরদিকে কলেজ কর্তৃপক্ষ দাবি করছেন চুরির বিষয়ে টের পায়নি।তবে কবে কখন এই চুরির ঘটনা ঘটেছে জানাতে পারেনি কর্তৃপক্ষ । শুক্রবার দুপুরে কলেজের ছাত্রী হলে গিয়ে দেখা যায়, হলের চারপাশে পুরো এলাকায় গাছপালায় জঙ্গল হয়ে রয়েছে। বিশাল এলাকাজুড়ে কলেজের একাডেমিক, প্রশাসনিক ও ডরমেটরি, ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেল অবস্থিত হলেও, প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা কর্মী রয়েছে মাত্র দুই জন। কলেজ ক্যাম্পাসে এমন বড় চুরির ঘটনা ঘটলেও সেখানে আসেননি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। আসেননি কোন শিক্ষক বা কর্মকর্তা। হোস্টেলে গিয়ে দেখা যায়, ছাত্রীদের থাকার জন্য ৭টি কক্ষের প্রতিটি কক্ষে ও ডাইনিং রুমের জিনিসপত্র এলোমেলো ও ছাত্রীদের কাপড়, বইপত্র, প্রয়োজনীয় জিনিস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। হলের ওয়াশরুমের কল, বালতিও নিয়ে গেছে চোরচক্র। বাদ যায়নি ছাত্রীদের কাপড় চোপর, নগদ টাকা, দুটি ল্যাপটপ, একটি ডেক্সটপ কম্পিউটার, প্রায় ৩০ টির মতো টেবিল ফ্যান, চার্জার ফ্যান, রুমের লাইট, থালাবাসন, বেশ কয়েকটি ইলেকট্রনিক আয়রন, কয়েকটি ইলেকট্রনিক স্টোভ, গ্যাসের চুলা। শুধুতাই নয়, ছাত্রীদের লাগেজ থেকে তাদের একাডেমিক, পূর্ববর্তী শিক্ষার সার্টিফেকেট সহ প্রয়োজনীয় কাজপত্রও নিয়ে গেছে চোরেরা। শেষ বর্ষের শিক্ষার্থী সুরাইয়া সুলতানা বলেন, ‘গত ১৬ মার্চ কলেজ বন্ধ ও হোস্টেল ছাড়ার নির্দেশ আসার পর তারা শুধুমাত্র প্রয়োজনীয় কয়েকটি কাপড় নিয়ে আমরা সবাই বাড়ি গিয়েছিলাম। ১০ দিন পরই কলেজ খোলা হবে জেনে আমরা ল্যাপটপ-ডেস্কটপ, নগদ টাকা সহ কোন কিছুই নিয়ে যাইনি। গতকাল বিকেলে হোস্টেল সুপার তাদের ফোন করে চুরির ঘটনা জানায়। পরে আজ সকালে আমরা হোস্টেলে এসে সবকিছু তছনছ দেখতে পাই। এর আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে। আমরা পরিবার পরিজন ছেড়ে এখানে থাকলেও আমাদের নিরাপত্তার ব্যবস্থা খুবই নাজুক। আগের চুরির বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জানালোও তারা কোন ব্যবস্থা নেয়নি, আমাদের জীবন হুমকিতে।’ ৩য় বর্ষের শিক্ষার্থী আম্বিয়া আক্তার আঁখি বলেন, ‘দোতলা এই হলের ৭টি রুমে ২৭ জন ছাত্রী থাকতাম। হোস্টেলে প্রচুর গরম থাকায় প্রত্যেক ছাত্রীরই আলাদা টেবিল ফ্যান- চার্জার ফ্যান ছিলো। সেগুলো সবই চুরি হয়েছে। আমাদের সার্টিফিকেটও চুরি হয়েছে। এর আগেও এখানে চুরি হয়েছে। তখন আমাদের কলেজ প্রশাসনকে জানানোর পর তারা আমাদের নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও সেটি বাস্তবায়ন না করায় এখন এতো বড় চুরি হলো’। নিরাপত্তা প্রহরী জাকির হোসেন বিপ্লব বলেন, ‘গত ২ মাস ধরে কলেজের নিজস্ব সাবস্টেশন নষ্ট থাকায় প্রতিষ্ঠান বিদ্যুৎ বিহীন রয়েছে। ছাত্রী হল মূল ক্যাম্পাসের বাহিরে আর ছাত্রীরাও নেই, তাই আমরা শুধুমাত্র বাহিরে থেকে টর্চ দিয়েই দেখাশোনা করতাম।

এতে নিরাপত্তাকর্মী কম থাকায় নজরদারি করাও সম্ভব হয় না। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা হলের পিছনের সীমানা দেয়াল টপকে এক যুবককে কিছু মালামাল নিতে দেখে। পরে আমি হোস্টেল সুপারকে সেটি জানাই। পরে তিনি এসে দেখেন হোস্টেলের মূল ফটকের সামনের তালা ভাঙ্গা। পরে ভিতরে গিয়ে প্রতিটি রুমের তালা ভাঙ্গা সহ সবকিছু তছনছ দেখা যায়। হল সুপার তোহফা আক্তার জানান, তিনি মূলত কলেজের ফোরম্যান হিসেবে আছেন, অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্রী হল সুপারের দায়িত্ব পালন করছেন। চুরির বিষয়টি জানার পরই উর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ ও থানায় বিষয়টি জানানো হয়েছে। তারা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। অধ্যক্ষ কলেজের বাহিরে থাকায় কোন ব্যবস্থাও নেয়া যাচ্ছে না। এই ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. বকতিয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, ‘আমি অসুস্থ তাই কলেজে নেই। শনিবার কলেজে এসে ছাত্রীদের সাথে কথা বলে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এই ব্যাপারে কালিহাতী থানার ওসির সাথে কথা হয়েছে। ’ কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে জানানোর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কোন লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি। তারা অভিযোগ দিলে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments