শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeশিক্ষাবেরোবি'র শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি শরিফুল ইসলাম, সম্পাদক সৈয়দ আনোরুল আজিম

বেরোবি’র শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি শরিফুল ইসলাম, সম্পাদক সৈয়দ আনোরুল আজিম

জয়নাল আবেদীন: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক রোটারিয়ান সৈয়দ আনোরুল আজিম।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের নিচতলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৫ জন শিক্ষক ভোট প্রদান করে। রাত প্রায় ১২টা দিকে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. নজরুল ইসলাম। এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক পদে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান।

এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের আসাদুজ্জামান মন্ডল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ড. জসিম উদ্দীন, রসায়নের ড. বিজন মোহন চাকী, একই বিভাগের ড. সিদ্দিকুর রহমান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আশানুজ্জামান, রসায়ন বিভাগের ড. আব্দুল লতিফ, ভূগোল ও পরিবেশবিজ্ঞানের জাকিউর রহমান, একই বিভাগের ড. সিফাত রুমানা, বাংলা বিভাগের ড. নিতাই কুমার ঘোষ, মার্কেটিং বিভাগের মাসুদ উল হাসান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments