শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeশিক্ষাবিশ্বসেরা গবেষকদের তালিকায় জবির ৯৫ গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জবির ৯৫ গবেষক

তাসদিকুল হাসান,জবি: বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৯৫ গবেষক। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক ২০২৩ সালের বিশ্বসেরা গবেষকদের প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা যায়।

তালিকায় থাকা অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কয়েকজন শিক্ষার্থীও এই তালিকায় অবস্থান করে নিয়েছেন। এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষকদের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ২০২১ সালে প্রকাশিত তালিকায় দেশের মোট এক হাজার ৭৮৮ জন গবেষকের মধ্যে জবির ২১ জন গবেষক এবং ২০২২ সালে দুই হাজার ৭৭২ জনের মধ্যে ৫০ জন গবেষক স্থান পেয়েছিলেন। এবার দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষকদের মধ্যে জবির ৯৫ জন গবেষক স্থান পেয়েছেন। যা গতবছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments