আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (ইঞ্জি:/অনার্স/বিফার্ম) কোর্সে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাশ শুরু হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ পরিদর্শন করে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন বলেন, তোমাদের শুধু ভালো শিক্ষার্থীই নয়, পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমরা অনেক সৌভাগ্যবান যে, অনেকের সঙ্গে ভর্তি পরীক্ষায় যুদ্ধ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছ। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষকদের পরামর্শে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের গড়ে তুলতে হবে।