সুমন গাজী: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খাবারের নির্মাণাধীন ক্যান্টিন’ বন বিভাগের কর্মকর্তারা ভেঙ্গে ঘুরিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা।
মঙ্গলবার(২৯ আগষ্ট) সকালে বিদ্যালয়ের পাশের আঞ্চলিক সড়কে শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়রা অংশ নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।
এ সময় শিক্ষার্থীরা দোষীদের বিচারের দাবি জানিয়ে বলেন, বন বিভাগের রাজেন্দ্রপুর (পূর্ব) বিট কর্মকর্তারা ক্যান্টিনটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আকবর আলী চৌধুরী নামে একজনকে গণপাঠাগারের সাইনবোর্ড স্থাপনের জন্য সহযোগিতা করেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ স্থানীয় সাংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের ছবির ব্যানার ভেঙে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। যারা এসব অপরাধের সাথে জড়িত, দোষীদের বিচারের দাবি জানিয়ে ক্যান্টিনটি স্থাপনার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে জোর দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া সকলে।