মোকলেছুর রহমান সুইট ঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর মতো ঘটনা আর যেন না ঘটে এজন্য নবাগত শিক্ষার্থীদের উপর র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এন্টি-র্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ চিঠির মাধ্যমে এ তথ্য জানান।
চিঠিতে আরও বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক র্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ। কারও বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ প্রমানিত হলে তার ছাত্রত্বও বাতিল হতে পারে।
প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে। কারও র্যাগিংয়ের সাথে সম্পৃক্ততা থাকলে আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো।
উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে র্যাগিংয়ের অভিযোগে শাখা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ জনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।