রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeশিক্ষাসাজেক যাওয়ার পথে অপহৃত ঢাবি শিক্ষার্থী

সাজেক যাওয়ার পথে অপহৃত ঢাবি শিক্ষার্থী

বাংলাদেশ প্রতিবেদক: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে শিজকছড়া এলাকায় গাড়ি আটকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অপহৃত শিক্ষার্থী দীপিতা চাকমা (২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থী। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা।

জানা যায়, দ্বীপিতা কয়েকজন বন্ধুর সাথে পর্যটকবাহী গাড়িতে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় বাঘাইছড়ির সিজকছড়া এলাকায় অতর্কিত তাদের গাড়ি আটকিয়ে অস্ত্রের মুখে দীপিতাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তার বন্ধুরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপিতা চাকমাকে অপহরণের বিষয়টা আমরা অত্যধিক গুরুত্বের সাথে দেখছি। তাকে উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে কাজ করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments