শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeশিক্ষামেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশ সেরা কটিয়াদীর তানজিম

মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশ সেরা কটিয়াদীর তানজিম

রতন ঘোষ:২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন কটিয়াদী উপজেলার বেথুইর গ্রামের তানজিম মোনতাকা সরবা। ১০০নম্বরের এক ঘণ্টার এম কিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম ৯২’৫ নম্বর পেয়ে দেশ সেরা হয়েছেন । রবিবার ১১ই ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমবিবিএস পরীক্ষার ফল ঘোষনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন।

তানজিম মুনতাকা সরবা কটিয়াদী উপজেলার পৌর সদরের বেথইর গ্রামের প্রকৌশলী আব্দুর রহমান সবুজ ও গৃহিণী চায়না বেগমের মেয়ে। দু বোন ও এক ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়। তানজিম মুনতাকা রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন।

এ ব্যাপারে চায়না বেগম এক সাক্ষাৎকারে বলেন , আমার মেয়ে যাদের নিকট পড়াশোনা করেছে তারা সবাই আমার মেয়েকে খুবই ভালো বলেছে। তবে সে এ ধরনের দেশ সেরা হবে তা আমি কখনো ভাবতে পারিনি। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর নিকট হাজার শুকুর। অপর দিকে তানজিম মুনতাকা বলেন, আমি ভালো রেজাল্ট করব। তবে এইরকম রেজাল্ট হবে আমি আশা করতে পারিনি। সবই আল্লাহর ইচ্ছা। এখন আমাকে একটা গাইডলাইন বানিয়ে নিজের মত করে লেখাপড়া করতে হবে। সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যাতে ডাক্তার হয়ে দেশ ও জনগণের সেবা করতে পারি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments