রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeশিক্ষাআবু সাঈদকে গুলি করে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল...

আবু সাঈদকে গুলি করে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল শিক্ষকদের

জয়নাল আবেদীন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাস ভবন থেকে অবরুদ্ধ অবস্থায় ভিসি ও ৬ জন শিক্ষককে উদ্ধার করে রংপুর সার্কিট হাউজে পৌঁছে দিয়েছে র‌্যাব-১৩।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আরো ৬ শিক্ষককে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে। তারা উপাচার্যের বাসভবন ও বাসভবনের নিকটে থাকা দুটি সরকারি গাড়িতে অগ্নি সংযোগ করে। পরে র‌্যাব সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। সবাই এখন নিরাপদে রয়েছেন। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল করেছেন শিক্ষকরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর তারা মৌন মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ওমর ফারুক বলেন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। আমি মনে করি বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মতিউর রহমান বলেন, একটি পাখিকেও একজন মানুষ এভাবে গুলি করে না যেভাবে গুলি করে শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা করা হয়েছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, সারাদেশের শিক্ষক সমাজ যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতো তাহলে দেশ আজ এই অবস্থায় যেত না। শিক্ষকরা যখন মাথা নিচু করে চলতে শুরু করেছে, শিক্ষার্থীরা তখন পথ দেখিয়েছে। পুলিশ যেভাবে গুলি করেছে তাতে দেখতে হবে সরকারের নির্দেশ ছিল কি না যাকে পাও গুলি করো। যদি এটা না হয় তাহলে দেখতে হবে পুলিশ কেন অতি উৎসাহী হয়ে গুলি করল? আমরা এর বিচার চাই। আমি শিক্ষকদের বলবো আপনারা মেরুদন্ড সোজা করে দাঁড়ান। তাহলে জাতির মেরুদন্ড সোজা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments