রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeশিক্ষাখুবির প্রধান ফটকের নতুন নাম ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘোষণা

খুবির প্রধান ফটকের নতুন নাম ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘোষণা

বাংলাদেশ প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রধান ফটকের নাম আনুষ্ঠানিকভাবে ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ নামে নামকরণ করেছেন শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা বেলা সাড়ে তিনটার দিকে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ‘বিজয় তোরণ’ নাম পরিবর্তন করে প্রধান ফটকের নাম শহিদ মীর মুগ্ধ তোরণ ঘোষণা দেয়। সেখানে তারা নতুন নামফলক লাগিয়ে দেয়।

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে শহিদ হয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন মুগ্ধ। সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকা অবস্থায় রাজউক কমার্শিয়ালের সামনে কপালে গুলি লেগে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভালো খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে গত চার বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন খুবি ক্যাম্পাসে। গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় যান। এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আইমান আহাদ বলেন, শহিদ মীর মুগ্ধ ভাইয়ের স্মরণে খুবির প্রধান ফটকের নাম ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘোষণা করেছি। মুগ্ধ ভাই শহিদ হয়েও আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। সারা দেশের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।

শহিদ মীর মুগ্ধ’র বন্ধু গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী কাজী অর্ণব বলেন, আমার বন্ধু মুগ্ধ ছিল একজন ম্যাজিক্যাল বয়। সে যেখানেই যেত ম্যাজিক ছড়াত। জীবিত অবস্থায় সে আমাদের জন্য অনেক কিছু দিয়েছে। এখন সে পুরো জাতিকে দিচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, ততদিন রয়ে যাবে আমার বন্ধুর স্মৃতি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments