বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
Homeশিক্ষাহাজী সেলিমের দখলকৃত মার্কেট ছাড়তে ৩ দিনের আলটিমেটাম ঢাকা জেলা প্রশাসনের

হাজী সেলিমের দখলকৃত মার্কেট ছাড়তে ৩ দিনের আলটিমেটাম ঢাকা জেলা প্রশাসনের

তাসদিকুল হাসান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিব্বত হল ফিরিয়ে দেয়ার লক্ষ্যে গুলশান আরা সিটি মার্কেট খালি করতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত হলটি বছরের পর বছর বল খাটিয়ে দখল করে রাখে সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। সাবেক প্রধাণমন্ত্রী ক্ষমতা ছাড়ার পর বেদখল হওয়া সরকারি সম্পদ ফিরে পেতে কাজ শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। গুলশান আরা সিটির দোকানিদের মার্কেট খালি হলেই সেটা বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দিবে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের মিডিয়া সেল।

পুরান ঢাকার পাটুয়াটুলীর ওয়াইজঘাটের ৮ ও ৯ নম্বর জিএল পার্থ লেনে ৮ দশমিক ৮৮৯ কাঠা জমির ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলটি অবস্থিত। সব বাধা উপেক্ষা করে ২০০১ সালে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম হলটির অবকাঠামো বদলে ফেলে ১০তলা বিশাল ভবন নির্মাণ করে স্ত্রীর নামে ‘গুলশান আরা সিটি মার্কেট’ গড়ে তোলেন। এরপর থেকে কয়েক দফা আন্দোলন করেও আর হলটি আয়ত্তে নিতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জবি সংস্কার মিডিয়া সেল সূত্রে জানা যায়, রোববার (১ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিবলী সাদিক ( রাজস্ব) এর রুমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল বিষয়ক একটা মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী কোতোয়ালি জোনের মেহেরুনেছা এডিসি (রাজস্ব ) নেতৃত্বে এল এ শাখার সার্ভেয়ারদের একটি টিম রোববার আহসান মঞ্জিলের সামনে ইসলামপুরের শুলশান আরা সিটিতে গিয়ে ব্যবসায়ীদের তিন দিনের আলটিমেটাম দিয়ে এসেছেন। তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট খালি করে দিতে বলা হয়েছে। তিব্বত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে লিজ দেয়া হয়েছে এক বছরের জন্য। নতুন জেলা প্রশাসক আসলে কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দীর্ঘদিনের দখলদার আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিম স্ব ইচ্ছায় দখলকৃত জায়গা ছেড়ে না দিলে সেনাবাহিনী মার্কেট খালি করতে সর্বোচ্চ সহায়তা করবে, ছাত্র প্রতিনিধিদেরকে নিশ্চিত করেছে সেনাবাহিনী। এদিকে হল ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments