শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeশিক্ষাচাচাই আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষাগুরু

চাচাই আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষাগুরু

মানিক হোসেন: জাপানি ভাষায় বহুল প্রচারিত একটি প্রবাদ আছে “এক হাজার দিনের পরিশ্রমী অধ্যয়নের চেয়ে একজন শিক্ষকের দিকনির্দেশনা অতি উত্তম।” প্রবাদটিতে আমার যথেষ্ট বিশ্বাস এবং আস্তা আছে।থাকবেই না কেনো? এখানে তো পড়াশোনা ফাকি দেওয়ার সুযোগ রয়েছে। ছোট বেলা থেকেই দেশের সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা, বড় চাকরি করে প্রচুর টাকা কামানোর ইচ্ছা। কিন্তু পড়ার টেবিলে বসার ইচ্ছা নেই।

 

প্রতিটি শিক্ষকের দায়িত্ব শিক্ষা দান করা এবং শিক্ষার্থীর শিক্ষার প্রতি অনুরাগ জাগ্রত করা। শিক্ষার্থীদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া এবং বাস্তব ও সত্য অনুসন্ধানে শিক্ষার্থীদের সাহায্য করা। আমার সেই আদর্শ শিক্ষাগুরু কখনো আমার শিক্ষা জীবনের প্রত্যক্ষ শিক্ষক ছিলেন না। কিন্তু তিনি সর্বদায় আমার মাঝে শিক্ষার অনুরাগ জাগ্রত করতো। তিনি আমাকে কখনো পড়ার টেবিলে বসতে বলেনি, সে আমাকে বুঝিয়েছে কেনো পড়তে বসা উচিৎ। তিনিই আমার শিক্ষা জীবনের অনুপ্রেরণা। আমার সেই শিক্ষাগুরু হলেন আমার ছোট চাচা গোলাম রব্বানী (সহকারী শিক্ষক, বগুড়া পুলিশ লাইন’স স্কুল অ্যান্ড কলেজ)।

সালটা ২০১১ গোবিন্দপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম আমাকে যাচাই বাচাই শেষে চতুর্থ শ্রেনীর জন্য নির্বাচিত করলেন। কিন্তু তিনি (গোলাম রব্বানী) গম্ভীর সুরে বললেন তোকে তৃতীয় শ্রেণীতেই থাকতে হবে। তোর বেসিক দূর্বল। সেদিন রেগেছিলাম ভীষণ। আমার রাগার অধিকার ছিল কিন্তু ডিসিশন পরিবর্তন করার না। কারণ রাজার হুকুম মানতেই হবে।

 

আমি ক্লাসে ২য় হয়েছিলাম। তখন তিনি আমায় ডেকে বলেছিলেন মনে কর সাড়া ধুনট উপজেলার সবস্কুল থেকে ১ম স্থান অধিকারীদের নিয়ে একটি বিশেষ স্কুল গঠন করা হবে। তোরে সেখানে নিবে না। কারণ তুই ২য় স্থান অধিকারী। তখন আমি বুঝেছিলাম আমাকে প্রথম হতে হবে। পরে অবশ্য একাধিকবার ১ম স্থান অধিকার করেছি আমি। পরবর্তীতে নবম শ্রেণিতে আমি বিজ্ঞান শাখায় পড়ার ইচ্ছা পোষণ করলে তিনি বলেন যে ছাত্র জেএসসি তে A+ পায় না তার জন্য বিজ্ঞান শাখা না। তিনি আমাকে পরোক্ষভাবে বুঝিয়েছিলেন আমি ভাল ছাত্র নই। তার এই ভাবনার জবাবও দেয়েছিলাম কড়াভাবে। মানবিক শাখা থেকে সরকারি বৃত্তিসহ এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হই। আমার স্কুল প্রতিষ্ঠার (১৯৬৮) পরে আমিই প্রথম এ কৃতিত্ব অর্জনকারী।

বড়ভাইদের কাছে মেস জীবনের গল্প শুনে মনের মধ্যে স্বপ্ন বুনিলাম আমি মেসে থাকব, মুক্ত বাতাসে ঘুরে বেড়াবো। মেসে থাকার কথা শুনেই তিনি বললেন আমার বাসা থাকতে মেসে কেনো থাকতে হবে। বাসাতেই থাকবি। বাধ্য ছেলের মত এইচএসসি পরিক্ষা পর্যন্ত ছিলাম সেখানেই। বগুড়াতেই এডমিশন কোচিং করার দাবি জানালে তিনি বললেন, বগুড়ায় তো তোর ১০০টা বন্ধু। সারাদিন তো থাকবি পৌরপার্ক আর সাতমাথায়। পড়বি কখন? কোচিং ঢাকাতে করতে হবে।

তৃতীয় শ্রেনী থেকে শুরু করে আজ পর্যন্ত আমার শিক্ষাজীবনের সব সিদ্ধান্ত ছিল আমার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু আমার জন্য কল্যাণকর। তখন তার সিদ্ধান্তগুলোর জন্য রাগ হলেও এখন ভাবি তার সেই দূরদর্শী সিদ্ধান্তগুলোই আমার সফলতার প্রধান অবলম্বন। তাই সে আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষাগুরু।
আমার বাবা-মা স্নেহ ভালোবাসা, মমতা দিয়ে বড় করেছে ঠিকই কিন্তু শিক্ষার আলো দিয়ে ভবিষ্যৎ গড়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছেন তিনি। শিক্ষা, দিকনির্দেশনা তো বটেই স্নেহ, মমতা, ভালোবাসাও দিয়েছে অনেক।

“একজন সাধারণ শিক্ষক বক্তৃতা করেন, একজন ভালো শিক্ষক বিশ্লেষণ করেন, একজন উত্তম শিক্ষক প্রদর্শন করেন, একজন শ্রেষ্ঠ শিক্ষক অনুপ্রাণিত করেন” । শিক্ষক সম্পর্কে উইলিয়াম আর্থার ওয়ার্ডের উক্তি অনুযায়ী তিনি আমার জীবনের শ্রেষ্ট শিক্ষক। আমেরিকার ইতিহাসবিদ হেনরি এডামস শিক্ষকের গুরুত্ব সম্পর্কে বলেছেন, “একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলেন, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়”। সত্যিই তার প্রভাব আমার সফলতার জন্য অকল্পনীয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments