শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeশিক্ষাইবির সহকারী প্রক্টর হলেন ড. বারী ও ড. খাইরুল

ইবির সহকারী প্রক্টর হলেন ড. বারী ও ড. খাইরুল

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নতুন দুই প্রক্টর হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল বারী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা: খাইরুল ইসলাম। আগামী ১ বছর তারা এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।

নবনিযুক্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল বারী বলেন, আমি আগেও শিক্ষক ছিলাম এখনো শিক্ষক হিসেবেই থাকতে চাই। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষায় প্রচলিত আইনে যেমন আছে সেই অনুযায়ী কাজ করবো।

আরেক সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা: খাইরুল ইসলাম বলেন, আমি প্রথমেই ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি দায়িত্ব পালনকালে সকল দল-মতের ছাত্রদের জন্য সসানভাবে কাজ করবো। কারো প্রতি কোনো বৈষম্য যেন না হয় সেদিকে খেয়াল রাখবো। সকলকে ছাত্র হিসেবেই দেখতে চাই, আমার কাছে সবাই সমান। ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় সবসময় কাজ করে যাবো। তবে আমি কাজের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments