শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeশিক্ষাধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীদের সাথে ইবি উপাচার্যের মতবিনিময়

ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীদের সাথে ইবি উপাচার্যের মতবিনিময়

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরো উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. মো: নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: অলি উল্যাহ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: আকতার হোসেনসহ পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলোয়াত করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে মতামত পেশ করা হয়। এসময় শিক্ষার্থীরা অনুষদ ভবনের নাম পরিবর্তন এবং ধর্মতত্ত্ব অনুষদের আওতায় আরো বিভাগ খোলার দাবি জানায় তারা।ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষার্থীদের সংস্কার ভাবনা শোনার জন্য এ সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেন উপাচার্য।

সভায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, প্রথমে আল্লাহকে চিনতে হবে আর আল্লাহকে চিনতে হলে বিজ্ঞান কে বুঝতে হবে। এখানেই কম্বিনেশন অফ ইসলামিক নলেজ এন্ড সাইন্স। কুরআনের মধ্যে বিজ্ঞানকে বিবৃত করা হয়েছে। এজন্য ইসলামিক জ্ঞান এবং আধুনিক জ্ঞানের সমন্বয় করে যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ইসলামি শিক্ষা এবং গবেষণাকে প্রাধান্য দেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments