শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeশিক্ষাইবির সাদ্দাম হোসেন হলে প্রভোস্টের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

ইবির সাদ্দাম হোসেন হলে প্রভোস্টের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

মোঃ হাছান: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ আবাসিক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় শিক্ষার্থীরা হলের সমস্যা উপস্থাপন করেন। মতবিনিময়ে হলের অবকাঠামোগত উন্নয়ন, ওয়াশরুম সংস্কার, রিডিং রুম সম্প্রসারণ, সুপেয় পানির ব্যাবস্থা, খাবারের গুনগত মান বৃদ্ধি এবং ন্যয্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের সিট বরাদ্দের আশ্বাস দেন হল প্রভোস্ট ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর তিনটায় সাদ্দাম হোসেন হলের টিভি রুমে এ মতবিনিময় সভা আয়োজিত হয়। আবাসিক শিক্ষার্থীরা মতবিনিময়ে হলের ওয়াশরুমের সমস্যা, ধীরগতির ইন্টারনেট সংযোগ , হলের ডাইনিং নিম্নমানের খাবার পরিবেশন এবং সিট বৈষম্য সহ নানা সমস্যার কথা জানান হল প্রভোস্টকে । এসময় উপস্থিত ছিলেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু তোরাব মোহাম্মদ কেরামত আলী এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. নূর মুহাম্মাদ সহ শতাধিক আবাসিক শিক্ষার্থীরা।

মতবিনিময়ে আবাসিক শিক্ষার্থী শাহিন আলম বলেন, হলের ওয়াশরুম খুবই নোংরা ব্যবহারের অনুপযোগী এবং ইন্টারনেট সংযোগ খুবই ধিরগতির। আমরা চাই এসব সমস্যা দ্রুত নিরসন করা হোক।

এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, আমি হলের দায়িত্বে নিযুক্ত হওয়ার কিছুদিনের মধ্যে হল পরিদর্শন করেছি এবং হলের পার্শ্ববর্তী আবর্জনা ও ঝোপ-ঝাড় পরিষ্কার করার ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে প্রভোস্ট হিসেবে হলের দায়িত্বে নিযুক্ত করেছেন যাতে আমি আমার হলের হাউজ টিউটরদের সাথে নিয়ে আবাসিক শিক্ষার্থীদের সংকট নিরসন করতে পারি। আবাসিক শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলো মাননীয় উপাচার্য মহোদয়কে অবহিত করে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments