বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeশিক্ষামনোমুগ্ধকর আয়োজনে ইবিতে নবীনবরণ অনুষ্ঠিত

মনোমুগ্ধকর আয়োজনে ইবিতে নবীনবরণ অনুষ্ঠিত

মানিক হোসেন, ইবি: কেন্দ্রীয়ভাবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মনোমুগ্ধকর আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি ও ছাত্র উপদেষ্টা ড. মো: ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং অরিয়েন্টেশন বক্তা ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. : জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থটের পরিচালক ড. এম আব্দুল আজিজ।

জুলাই বিপ্লবের স্মৃতি সংবলিত প্লেকার্ড, পোস্টার, আল্পনা ও গ্রাফিতিতে সাজানো হয়েছে এবারের নবীন বরণ অনুষ্ঠান। বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থ থেকে তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ওপর প্রমাণ্যচিত্র প্রদর্শনী, শহীদদের স্মরণে দোয়া ও নীরবতা পালন, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের পুরষ্কার প্রদান ও অতিথিদের পুরষ্কার প্রদান করা হয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমাদের পরিবার যে আশা আকাঙ্খা নিয়ে তোমাদের এখানে পাঠিয়েছে সেই স্বপ্ন পূরণে তোমাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমাদের সবচেয়ে পবিত্র স্থান হলো শ্রেণীকক্ষ। এবং সবচেয়ে ভালো বন্ধু হলো শিক্ষক। তোমাদের সম্পর্ক থাকবে লাইব্রেরি, শ্রেণীকক্ষ এবং বইয়ের সাথে। সবসময় ভালো কাজে এগিয়ে যাবে। কোনো ধরনের অন্যায় ও খারাপ কাজের সাথে মিলিত হবে না। তোমরাই হবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments