জয়নাল আবেদীন: ৫ জানুয়ারীর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের রোড ম্যাপ ঘোষণা, আন্দোলনে হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ নানা দাবীতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৪ জানুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সমন্বয়ক শামসুর রহমান সুমন, আশিকুর রহমান আশিক। তারা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের চার মাস পেরিয়ে গেলেও আন্দোলনে হামলাকারী আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। অনেকে এখন ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। সেই সাথে গণভুথ্থানে যেত্থানে শিক্ষক সমিতি শিক্ষার্থীদের পাশে থাকেনি। তাই শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদ নির্বাচনের আগে আর কোন নির্বাচন ক্যাম্পাসে হতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
৫ জানুয়ারী রবিবারের মধ্যে দাবী মানা না হলেও প্রশাসনিক ভবনে তালা মেরে সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারী দেন ছাত্র নেতারা।