রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeশিক্ষাইবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে গড়াই ও রুপসা বাস আটক

ইবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে গড়াই ও রুপসা বাস আটক

মানিক হোসেন, ইবি: গড়াই পরিবহনের হেলপার, ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের লোকজন কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকারী গড়াই ও রুপসার ৫ টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় প্রধান ফটকের সামনে থেকে বাসগুলো আটক করা হয়। ভুক্তভোগী আসিফ মাহমুদ পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী আসিফ জানান, বেলা আনুমানিক ১১টার দিকে তিনি তার স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশ্যে গড়াই পরিবহন উঠেন। ড্রাইভার গাড়ি দ্রুত চালালে আসিফ তার প্রতিবাদ করে গাড়ির গতি কমাতে বলেন। এ ঘটনায় পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে তাকে ড্রাইভার ও হেলপার মিলে মারধর করে। পরে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় গেলে সেখানে আসিফকে নামিয়ে পুনরায় ড্রাইভার, হেলপার এবং কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন মিলে মারধর করেন।

শিক্ষার্থীরা জানান, বাসের লোকজন বরাবরই শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। শিক্ষার্থীদের ভাড়া হাফ পাশ থাকলেও তারা ভাড়া কম নিতে চান না। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ বিষয়ে মালিক শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে। আশা করছি দ্রুত একটা সমাধান হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments