বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিল্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।
মঙ্গলবার ২১ জানুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন (৩) এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একাডেমিক ভবন সংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। প্রায় তিন ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সোহাগ হোসেন, জাকারিয়া জিহাদ, আশরাফুল রাকিব, রায়হান হোসেন, শামীম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ২০১৬ – ১৭ শিক্ষাবর্ষ থেকে ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলেও ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। তারা বলেন, এর আগে প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ ও প্রফেসর ড. মোঃ শাহ আজম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করলেও স্থায়ী ক্যাম্পাস নির্মানে তাঁরা কোন পদক্ষেপ গ্রহন করেননি। তারা বলেন, স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও আবাসন সংকটে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মানে পদক্ষেপ গ্রহন করা না হলে আগামীত লাগাতার কর্মসূচি গ্রহনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা৷ এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় মহাসড়কের দুই পাশে প্রচুর যানবাহন আটকে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ তিন শতাধিক ছাত্র – ছাত্রী অংশ নেন। উল্লেখ্য, বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৫ টি বিভাগে ১ হাজার ২ শত শিক্ষার্থী অধ্যয়ন করছে। জানা গেছে, শাহজাদপুর উপজেলায় বুড়িপোতাজিয়া মৌজায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য দুইশত পঁচিশ একর সরকারি খাস জমি বরাদ্দ দেয়া হয়েছে।