মানিক হোসেন,ইবি: গত পহেলা ফেব্রুয়ারী রাতে বাসে সিট ধরাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়ছে।
দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদেরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়।
কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছে তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার সাহেদ হাসান। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক শেখ আব্দুর রউফ।
অফিস আদেশে বলা হয়, গত ১ এবং ২ ফেব্রুয়ারি আইন বিভাগ ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত শৃংখলা পরিপন্থি ঘটনার কারণ ও তথ্য উদঘাটন করে দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল কাদের বলেন, আমি চিঠি পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আজকে সকলে মিলে একটা মিটিংয়ে বসার চেষ্টা করব। পরবর্তী পদক্ষেপ সবার আলোচনা সাপেক্ষে নেয়া হবে। আমি সকলের সহযোগিতা কামনা করি।