রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeশিক্ষাইবি প্রক্টরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ইবি প্রক্টরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মানিক হোসেন,ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর ড.শাহিনুজ্জামান’এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি করে শিক্ষার্থীরা।পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পূর্বের স্থানে সমাবেত হয়। পরবর্তীতে তারা প্রক্টরের উপর হামলার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে উপ-উপাচার্য কাছে স্বারকলিপি জমা দেয়।

বিক্ষোভ মিছিলে তারা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; দালালী আর করিশ না; পিঠের চামড়া থাকবে না, আমার শিক্ষক আহত কে; প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীরা বাইরে কেন; প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের চামড়া; তুলে নিব আমরা, শিক্ষকদের অপমান; সইবে না রে ইবিয়ান, সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারির সময় আমাদের বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপর হামরা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। যাতে পরবর্তীতে আর কেউ শিক্ষকদের উপর হামরা করার সাহস না পায়। আমরা কোনো হামলাকারীদের ক্যাম্পাসে দেখতে চাই না।একটি তুচ্ছ ঘটনার সমাধান তখনই হয়ে গেছে। কিন্তু তার পরেও কিছু শিক্ষার্থী উস্কানি দিয়েছে। পরে তারা আমাদের শিক্ষক ও ছাত্রদের উপর হামলা করেছে। আমরা অতিদ্রুত এই হামলাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করছি।

প্রসঙ্গত, গত শনিবার রাতে বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। এসময় মারামারি থামাতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তা ও অন্য শিক্ষকরা আহত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments