মানিক হোসেন, ইবি: প্রায় তিন হাজার এ্যালামনাইয়ের মিলনমেলার আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি এ্যালামনাই অ্যাসোসিয়েশন। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ গেট টুগেদার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে পাচটা পর্যন্ত চলবে।
উক্ত গেট টুগেদার অনুষ্ঠানে সংগঠনটির আহবায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মনজারুল আলম। এছাড়াও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিভাগের প্রায় তিন হাজার এলামনাই।
বৃহস্প্রতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল পাচ টায় অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব মুহম্মদ আবদুল হাই লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা জানান, আগামী কালের গেট টুগেদার আমাদের এলামনাই এসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে বড় গেট টুগেদার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রথম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ গ্রাজুয়েট পর্যন্ত প্রায় ৩ হাজারের মতো এলামনাই অংশগ্রহণ করতে যাচ্ছে। আমাদের এ আয়েজনের প্রায় সকল কাজ শেষের দিকে। আমরা আশা করছি, এ আয়েজন আমরা যথাযথভাবে সম্পন্ন করতে পারবো তাই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য অনুষ্ঠানে উদ্ভোধনী অনুষ্ঠানের পর স্মৃতি চারণ, এলামনাইদের সন্তান সন্তত্ত্বিদের খেলাধূলা ও পুরস্কার বিতরণ এবং সকল রেজিস্ট্রার্ড এলামনাই গিফট সম্বলিত ব্যাগ প্রদান করা হবে। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এছাড়াও ঢাকায় অনুষ্ঠিত প্রথম এলামনাইয়ের স্মরণিকার মোড়ক উম্মোচন করা হবে।