শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeশিক্ষাসড়ক দুর্ঘটনায় ইবি কর্মকর্তার মৃত্যু, প্রশাসনের শোক

সড়ক দুর্ঘটনায় ইবি কর্মকর্তার মৃত্যু, প্রশাসনের শোক

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থ ও হিসাব বিভাগের এর সহকারী রেজিস্ট্রার ইশরাত জাহান লাবনী(৪০) সড়ক দূর্ঘটনায় মৃত্যবরণ করেছে। ইবির এ কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।

শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া অর্থ ও হিসাব বিভাগের এর সহকারী রেজিস্ট্রার ইশরাত জাহান লাবনী এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান শোকবার্তা প্রেরণ করেন।

উল্লেখ্য, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া শহরের এন এস রোডে বেপরোয়া ইজি বাইকের ধাক্কায় ইশরাত জাহান লাবনী গুরুতর আহত হন এবং দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি হাইস্কুল মাঠে মরহুমার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments