মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ মিলনমেলাটি অনুষ্ঠিত হয়। এর আগে অনুষদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে সমাবেত হয়।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী । বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ধর্মতত্ত অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগটির প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. তাহির আহমেদ, প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক ড. এ বি এম হিজবুল্লাহ ও অধ্যাপক ড. ইয়াহিয়া রহমানসহ বিভাগটির প্রথম ব্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাচের সহস্রাধিক এলামনাই।
বিভাগের অধ্যাপক ড. খান মোহাম্মদ ইলিয়াস’এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তিলোওয়াত শেষে অ্যালামনাই থিমসং পরিবেশন করেন ব্যতিক্রম সাহিত্য সংস্কৃতি জোট। পরবর্তীতে অতিথিদের ফুল দিয়ে বরণ এবং বিভাগটির ইতিহাস-ঐতিহ্য সংবলিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
পর্যাক্রমে অ্যালামনাইদের মধ্য থেকে বক্তব্য রাখেন মুফতি আমীর হামজা, বিভাগের প্রথম ব্যাচের ছাত্র নাজমুল হক সাঈদী, অধ্যাপক ড. লোকমান হোসেনসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে অনেকেই চোখ হারিয়ে অন্ধ হেয়েছে, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছে। তাদের সেই উৎসর্গের জন্য আমরা আজ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। মুক্ত বাতাসে পদচারণ করতে পারছি। সুতরাং তাদের কে ভুলে যাওয়া যাবে না। আল-কুরআন বিভাগ প্রথমবারের মতো আজকে মুক্ত ভাবে এ অনুষ্ঠান করতে পেরেছে। সুতরাং আপনারা আপনাদের এই সুযোগ ভালো ভাবে কাজে লাগাবেন। মানুষের কল্যাণে কাজ করবেন।