জয়নাল আবেদীন: শহীদ আবু সাঈদ হত্যার মূল আসামীদের গ্রেফতার না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে হামলাকারী বানানোর প্রতিবাদে মানববন্ধনসমাবেশকরেছে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বিশ^বিদ্যালয়ের মূলফটকের সামনে এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব ও বিশ^বিদ্যালয়েরশিক্ষার্থী রহমতআলী, শিক্ষার্থী আশিকুর রহমান, উম্মে জেবিন সহ অন্যরা।শিক্ষার্থীরা বলেন, পুলিশ আবু সাঈদ হত্যা মামলার মূল আসামীদেও এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। উপরন্ত আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে হয়রানিমূলক ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই অবিলম্বে তাকে আবু সাঈদ হত্যামামলা থেকে অব্যহতিপ্রদানের দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে নগরীর আলমনগরের একটি বাড়ি থেকে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার করে পিবি আই। পরে তাকে আবু সাঈদ হত্যা মামলায় আসামী হিসেবে দেখানো হয়।