মানিক হোসেন: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে কর্মরত আনসার সদস্য, ভ্যনচালক ও দোকানীদের মাঝে ইফতার বিতরণ করেছে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। সোমবার (১১মার্চ) বিকেলে নিম্ন আয়ের মানুষের হাতে ইফতার তুলে দেন ছাত্রদলের এ নেতা।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা প্রহরীদের মাঝে ইফতার দেওয়ার মাধ্যমে ইফতার বিতরণ শুরু হয়। পরে বিভিন্ন একাডেমিক ভবন, হলের নিরাপত্তা প্রহরী, ক্যাম্পাসের অভ্যন্তরের ভ্যানচালক এবং দোকানীদের মাঝে ইফতার দেওয়া হয়। এসময় প্রায় তিন শতাধিক ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করেন তিনি।
ইফতার পেয়ে খুশী হয়ে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকার এক দোকানদার বলেন, ইফতার বিতরণের কার্যক্রমটা আজ ব্যতিক্রম লেগেছে। আমরা সবসময়ই ক্যাম্পাসে ব্যবসায়ের জন্য অবস্থান করি। তবে এটা ভেবে ভালো লাগছে যে, কেউ পবিত্র মাসে ইফতার বিতরণের মাধ্যমে আমাদের মূল্যায়ন করেছে।
আনোয়ার পারভেজ বলেন, আমি কিছুদিন আগেই ক্যাম্পাসের আনসার, ভ্যানচালক ও দোকানীদের মাঝে ইফতার বিতরণের নিয়ত করি। তাই আজ এইসব মানুষদের মাঝে ইফতার দিয়েছি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করি।