শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeশিক্ষাইবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক সাহেদ

ইবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক সাহেদ

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।

অফিস আদেশে বলা হয়, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত ড. আমানুর আমানকে উক্ত পদ থেকে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-রেজিস্ট্রার (তপ্রজ) হিসেবে উক্ত অফিসে যোগদান করবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত সাহেদ হাসানকে, উপ-রেজিস্ট্রার (তপ্রজ) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস-এর পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগদান করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

এ বিষয়ে সাহেদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে নতুন পদে নিয়োগ প্রদান করায় আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো এই দায়িত্ব যথাযথভাবে পালন করার। এমি সকলের সহযোগিতা।কামনা করি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments